বাংলা নিউজ > ছবিঘর > Income Tax Slab Change in Budget: আয়কর স্ল্যাবে পরিবর্তন, মিলবে ছাড়, মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Income Tax Slab Change in Budget: আয়কর স্ল্যাবে পরিবর্তন, মিলবে ছাড়, মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর

বহু প্রতিক্ষার পর অবশেষে আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর কাঠামো ছ'টির পরিবর্তে পাঁচটি স্তর করা হল। আগে যাঁদের আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত ছিল, শুধুমাত্র তাঁদেরই আয়কর দিতে হত না নতুন আয়কর নীতিতে। তবে নতুন নীতিতে এবার থেকে ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না।