Fazalhaq Farooqi's Records: এই নিয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপের এক সংস্করণে ফারুকি মোট ৪ বার তিন বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। এই নজির আর কোনও বোলারের নেই। সেই সঙ্গে ফারুকি বাঁ-হাতি পেসার হিসেবে ভেঙে দিয়েছেন ১০ বছর আগের অজি তারকার রেকর্ডও।
1/5 বৃহস্পতিবার সুপার আটের ম্যাচে ভারতের ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন রশিদ খান এবং ফজলহক ফারুকি মিলে। দুই তারকার বোলিংয়ে চাপে পড়ে গিয়েছিলেন রোহিত শর্মারা। দুই বোলার মিলে মোট ৬ উইকেট তুল নেন। রশিদ ফেরান বিরাট কোহলি, ঋষভ পন্ত, শিবম দুবেকে। ফারুকি আবার তৃতীয় ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিয়েছিলেন। এর পর তিনি সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজাকে আউট করেন। ছবি: এএফপি
2/5 সেই সঙ্গেই ফারুকি গড়ে ফেলেন অনন্য দুই নজির। ফজলহক ফারুকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার, যিনি টুর্নামেন্টের এক সংস্করণে মোট চার বার ৩ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। এদিন ফারুকি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ছবি: এপি
3/5 এই নিয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপের এক সংস্করণে ফারুকি মোট ৪ বার তিন বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। এর আগে ২০০৭ সালে উমর গুল, ২০১০ সালে ডার্ক ন্যানেস, ২০১২ সালে লক্ষ্মীপতি বালাজি, ২০২১ সালে ওয়ানিন্দু হাসারাঙ্গা তিন বার করে ৩ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। এদিন সকলকে ছাপিয়ে গেলেন ফারুকি। তিনিই প্রথম বোলার, যিনি টি২০ বিশ্বকাপের এক সংস্করণে তিন বা তার বেশি উইকেট তুলে নিলেন মোট চার বার। ছবি: এপি
4/5 এছাড়াও ফজলহক ফারুকি টি২০ বিশ্বকাপের এক সংস্করণে বাঁ-হাতি পেসার হিসেবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট পাওয়ার নজির গড়ে ফেলেছেন। তিনি ২০২৪ সংস্করণে এখনও পর্যন্ত ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন। এখনও আরও ম্য়াচ বাকি। ফজলহকের উইকেট সংখ্যা নিঃসন্দেহে আরও বাড়বে। ছবি: পিটিআই
5/5 তিনি এদিন ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার ডার্ক ন্যানেসের ১০ বছর আগের নজির। ডার্ক ন্যানেস ২০১০ টি২০ বিশ্বকাপে ১৪টি উইকেট নিয়েছিলেন। এছাড়া ২০২১ সালে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ১৩টি উইকেট নিয়েছিলেন। ২০২২ সালে ইংল্যান্ডের স্যাম কারানও নিয়েছিলেন ১৩টি উইকেট। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ১৮১ রান করে। ছবি: পিটিআই