Suryakumar Yadav equals Virat Kohli's record: এই নিয়ে সূর্য ৬৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৫ বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। পাশাপাশি তিনি স্পর্শ করলেন বিরাট কোহলির বড় নজির। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি বার কোহলির সঙ্গে যুগ্ম ভাবে ম্যাচের সেরা হওয়ার নজির গড়লেন সূর্য।
1/5 আফগানিস্তানের বিরুদ্ধে চাপের মুখে দুরন্ত ছন্দে হাফসেঞ্চুরি হাঁকান সূর্যকুমার যাদব।সেই সঙ্গে তিনি ভারতকে পৌঁছে দেন চ্যালেঞ্জিং স্কোরে। রোহিত শর্মা, ঋষভ পন্ত, বিরাট কোহলিদের উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন দলের হাল ধরেন সূর্য। ২৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে ভারতকে অক্সিজেন দেন তিনি। সেই সঙ্গে রশিদ খানের দলকে জয়ের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্যও দিতে পারে ভারত। ছবি: এএনআই
2/5 এদিন সূর্যকুমার যাদবের লড়াকু ইনিংসের হাত ধরেই ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৮১ রান তোলে। পরে বোলারদের দাপটে ১৩৪ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। যার নিটফল, বৃহস্পতিবার সুপার আটে নিজেদের প্রথম ম্যাচে ৪৭ রানে বড় জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ছবি: পিটিআই
3/5 তবে টসে জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নামলে, ভারতকে কিন্তু বিপাকে ফেলে দিয়েছিলেন রশিদ খান এবং ফজলহক ফারুকি। বিরাট কোহলি, ঋষভ পন্ত, শিবম দুবেকে অল্প রানে ফিরিয়ে চাপ তৈরি করেছিলেন আফগান স্পিনার। এদিকে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার সঙ্গে, সূর্যকুমার যাদবকেও সাজঘরে ফেরান ফারুকি। তবে পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে করে সূর্যকুমার যাদবের লড়াই পার্থক্য গড়ে দিয়েছিল। যার সুবাদে ম্যাচের সেরাও নির্বাচিত হন সূর্য। ছবি: এপি
4/5 এই নিয়ে সূর্য ৬৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৫ বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। পাশাপাশি তিনি স্পর্শ করলেন বিরাট কোহলির বড় নজির। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি বার কোহলির সঙ্গে যুগ্ম ভাবে ম্যাচের সেরা হওয়ার নজির গড়লেন সূর্য। তবে বিরাটের চেয়ে অনেক কম ম্যাচ খেলে। ছবি: এএনআই
5/5 কোহলি যেখানে ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৫ বার ম্যাচের সেরা হয়েছেন। যেখানে সূর্য এই নজির গড়তে নিয়েছেন ৬৪টি ম্যাচ। এছাড়া বীরনদীপ সিং (৭৮টি টি২০), সিকান্দার রাজা (৮৬টি টি২০) এবং মহম্মদ নবি (১২৬টি টি২০) ১৩ বার করে আন্তর্জাতিক টি২০-তে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ছবি: এপি