ভারত এবং অস্ট্রেলিয়া দু’দল মিলিয়েও যুগ্ম শীর্ষে চলে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ইন্দোরে কুম্বলেকে উইকেট সংখ্যার বিচারে টপকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুক্রবার পর্যন্ত তাঁর মোট উইকেট সংখ্যা ১১৩। শুক্রবার সেই নজির স্পর্শ করেন অশ্বিন।
1/5বর্ডার-গাভাসকর সিরিজে ভালো ছন্দে রয়েছেন অশ্বিন। আমদাবাদেও ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র অশ্বিনই ভরসা জোগালেন। ব্যাটিং সহায়ক উইকেটে তিনি এক ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে অজিদের অলআউট করতে সাহায্য করেন। যার জেরে ৫০০ রানের আগেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
2/5এই নিয়ে টেস্ট ক্রিকেটে ৩২ বার পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন। তিনি এই নিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত টেস্টে মোট ২৬বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে গড়ে ফেলেছেন রেকর্ড। এটি যে কোনও বোলারের সবচেয়ে বেশি বার এক ইনিংসে নেওয়া পাঁচ বা তার বেশি উইকেট।
3/5আমদাবাদে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। এই ৬ উইকেট নিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে অশ্বিনের মোট উইকেট হল ১১৩টি। কুম্বলের রয়েছে ১১১টি উইকেট। সেই রেকর্ড ভেঙে দিলেন অভিজ্ঞ অফ স্পিনার।
4/5ভারত এবং অস্ট্রেলিয়া দু’দল মিলিয়েও যুগ্ম শীর্ষে চলে এলেন অশ্বিন। ইন্দোরে কুম্বলেকে উইকেট সংখ্যার বিচারে টপকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে শুক্রবার পর্যন্ত তাঁরও মোট উইকেট সংখ্যা ১১৩। ফলে দু’দলের দুই স্পিনারের মধ্যে জমে উঠেছে লড়াই। চলতি সিরিজের শেষে কে শীর্ষে থাকবেন, তা ঠিক হয়ে যাবে আমদাবাদ টেস্টের পর।
5/5বর্ডার-গাভাসকর সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারির আসন থেকে শনিবারই সরে যেতে হতে পারে অশ্বিনকে। লিয়ন ভারতের বিরুদ্ধে আর একটি উইকেট পেলেই আবার একক ভাবে শীর্ষে উঠে আসবেন। তবে ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে থাকবেন অশ্বিনই।