Rohit Sharma Creates History: টি২০ বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত দ্রুততম হাফসেঞ্চুরি হাঁকালেন। সেই সঙ্গে ভেঙে দিলেন ১৭ বছর আগের যুবরাজ সিং-এর রেকর্ড। যুবরাজ ২০০৭ টি২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে অজিদের বিরুদ্ধে ২০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এদিন যুবির থেকে এক বল কম নিলেন হিটম্যান।
1/5 ওডিআই বিশ্বকাপে হারের জ্বালাটা যে এখনও কতটা বুকে বয়ে বেড়াচ্ছেন রোহিত শর্মা, সেটা সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার আটের ম্যাচে বেশ টের পাওয়া গেল। অজিদের সামনে পেয়ে রোহিত যেন জ্বলে ওঠেন। চেনা ছন্দে পাওয়া যায় হিটম্যানকে। বিরাট কোহলি ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে শূন্য করে সাজঘরে ফিরলেও, রোহিত তাতে এতটুকু চাপে পড়লেন না। বরং তৃতীয় ওভারে মিচেল স্টার্ককে পিটিয়ে ছাতু করে ২৯ রান নেওয়া দিয়ে তাণ্ডব শুরু করেছিলেন। এর পর রোহিত ঝড় দেখল সেন্ট লুসিয়া। ৫ ওভারের মধ্যে হাফসেঞ্চুরি হাঁকালেন। মাত্র ৮ রানের জন্য মিস করলেন সেঞ্চুরি। ছবি: এএনআই
2/5 এদিন রোহিত মাত্র ১৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। তাঁর এই ইনিংস সাজানো ছিল চারটি চার, পাঁচটি ছক্কায়। সেই সঙ্গে রোহিত গড়ে ফেলেন একাধিক নজিরও। সোমবার রোহিতের ঝড়েই পাওয়ার প্লে-তে ভারত ১ উইকেটে ৬০ রানে পৌঁছে যায়। ছবি: এপি
3/5 টি২০ বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড হাঁকালেন। ভেঙে দিলেন ১৭ বছর আগের যুবরাজ সিং-এর নজির। যুবরাজ ২০০৭ টি২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে অজিদের বিরুদ্ধে ২০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এদিন রোহিত অর্ধশতরান পূরণ করতে যুবির থেকে এক বল কম নিলেন। পাশাপাশি তিনি টপকে গেলেন ক্রিস গেইলকেও। ২০০৯ টি২০ বিশ্বকাপে গেইল অজিদের বিরুদ্ধে ২৩ বলে হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন। ছবি: পিটিআই
4/5 ২০২৪ টি২০ বিশ্বকাপে এটাই দ্রুততম হাফসেঞ্চুরি। এর আগে আমেরিকার অ্যারন জোন্স গ্রুপ লিগ পর্বে কানাডার বিরুদ্ধে ২২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এবারের টুর্নামেন্টে ২২ বলে অর্ধশতরান করার নজির রয়েছে কুইন্টন ডি'ককেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রোটিয়া তারকা এই স্কোর করেছিলেন। সেই নজির এদিন টপকে গেলেন ভারত অধিনায়ক। ছবি: এএনআই
5/5 রোহিত এদিন মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করে গেছেন। তিনি স্টার্কের বলেই শেষ পর্যন্ত বোল্ড হন। তখন তাঁর স্কোর ৪১ বলে ৯২ রান। তাঁর এই ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৮টি ছক্কা। স্ট্রাইকরেট ২২৪.৩৯। রোহিতের বিধ্বংসী ইনিংসের সৌজন্যেই ভারত এদিন ২০০ পার করে যায়। ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে তারা। ছবি: গেটি ইমেজেস