IND vs BAN, ICC T20 WC 2024: ক্রিজে এসে প্রথম বলে ছয় মেরে, পরের বলেই আউট- গাপ্তিলের হতাশার নজির ছুঁলেন সূর্য
Updated: 23 Jun 2024, 10:01 AM ISTT20 World Cup-এর ইতিহাসে সূর্য দ্বিতীয় ব্যাটার, যিনি ক্রিজে এসে নিজের প্রথম বলে ছয় মারেন, দ্বিতীয় বলেই আউট হয়ে যান। এই নজির এর আগে গড়েছিলেন মার্টিন গাপ্তিল। ২০১৬ টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এমন নজির গড়েছিলেন গাপ্তিল।
পরবর্তী ফটো গ্যালারি