T20 World Cup-এর ইতিহাসে সূর্য দ্বিতীয় ব্যাটার, যিনি ক্রিজে এসে নিজের প্রথম বলে ছয় মারেন, দ্বিতীয় বলেই আউট হয়ে যান। এই নজির এর আগে গড়েছিলেন মার্টিন গাপ্তিল। ২০১৬ টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এমন নজির গড়েছিলেন গাপ্তিল।
1/5 ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা। দ্বিতীয় বলেই ফক্কা অর্থাৎ আউট- শনিবার বাংলাদেশের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে হতাশার নজির গড়লেন সূর্যকুমার যাদব। এদিন তিনি ২ বলে ৬ করে তানজিম শাকিবের ডেলিভারিতে আউট হয়ে সাজঘরে ফিরে যান।
2/5 টি২০ বিশ্বকাপের ইতিহাসে সূর্য দ্বিতীয় ব্যাটার, যিনি ক্রিজে এসে নিজের প্রথম বলে ছয় মারেন, দ্বিতীয় বলেই আউট হয়ে যান। এই নজির এর আগে গড়েছিলেন মার্টিন গাপ্তিল। ২০১৬ টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এমন নজির গড়েছিলেন গাপ্তিল। সেই নজিরই এদিন ছুঁলেন সূর্যকুমার যাদব।
3/5 শনিবার বিরাট কোহলি আউট হলে, সূর্য ক্রিজে এসেই তানজিমকে লম্বা ছক্কা হাঁকান। আগের ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন সূর্য। সকলেই ধরে নিয়েছিলেন, সেই ছন্দে ফের ভারতের হাল ধরবেন। কিন্তু নিজের দ্বিতীয় বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান টি২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার।
4/5 এর আগেও সূর্য টি২০ আন্তর্জাতিকে এমন নজির গড়েছিলেন। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে সূর্য এই নজির গড়েছিলেন। এবার একই হতাশার নজির গড়লেন টি২০ বিশ্বকাপের মঞ্চে। ২০২০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সঞ্জু স্যামসনও এমন হতাশার নজির গড়েছিলেন। তবে সূর্য ভারতের হয়ে দু'বার এমন হতাশার নজির গড়লেন।
5/5 সূর্য নিরাশ করলেও, শনিবার বাকি ব্যাটাররা মোটামুটি প্রত্যেকেই কমবেশি রান পেয়েছেন। হার্দিক পান্ডিয়া হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। যার ফলে ভারত নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৪৬ রানে। ৫০ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।