কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করা অভ্যাসে পরিণত করেছেন পন্ত, কোনটি সেরা, বিচার করা মুশকিল, চোখ রাখুন তালিকায়
Updated: 02 Jul 2022, 12:56 AM IST৩১টি ম্যাচের ৫২টি ইনিংসে ব্যাট করতে নেমে টেস্ট কেরিয়ারের ৫ নম্বর শতরান তুলে নেন ঋষভ পন্ত। কঠিন পরিস্থিতিতে করা ঋষভের টেস্ট সেঞ্চুরিগুলির মধ্যে প্রতিটিই এত গুরুত্বপূর্ণ যে, কোনটি সেরা বিচার করা মুশকিল হয়ে দাঁড়াবে। আসলে পন্তের ৫টি সেঞ্চুরির মধ্যে ৪টি এসেছে বিদেশে এবং ৫টি শতরানই সিরিজের শেষ টেস্টে।
পরবর্তী ফটো গ্যালারি