রবিচন্দ্রন অশ্বিন নাকি জো রুট - কে হবেন ফেব্রুয়ারির সেরা খেলোয়াড়, তা নিয়ে ভোট শুরু করল আইসিসি। এছাড়াও লড়াইয়ে আছেন কাইল মায়ের্স। একনজরে দেখে নিন -
1/5রবিচন্দ্রন অশ্বিন : আইসিসির তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই ম্যাচগুলিতে (ফেব্রুয়ারিতে) ১৭৬ রান এবং ২৪ উইকেটের সুবাদে ফেব্রুয়ারিতে পুরুষদের (সেরা ক্রিকেটার) হওয়ার তালিকায় মনোনীত হওয়ার যোগ্য প্রার্থী।' (ফাইল ছবি, সৌজন্য টুইটার @BCCI)
2/5জো রুট : নয়া বিভাগে পুরস্কার শুরুর পর প্রথম দু'মাসই সেরা পুরুষ খেলোয়াড়ের শিরোপা পাওয়ার দৌড়ে থাকলেন রুট। ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধে তিন টেস্টে দ্বিশতরান-সহ ৩৩৩ রান করেছেন। সঙ্গে নিয়েছেন ছ'উইকেট। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
3/5কাইল মায়ের্স : লাল বলের ক্রিকেটে পা রেখেই মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের মায়ের্স। যিনি অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে ২১০ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর সুবাদেই চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ৩৯৫ রান তাড়া করেছিল ওয়েস্ট ইন্ডিজ। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @ICC)
4/5সমর্থকরা এই লিঙ্কে গিয়ে নিজের পছন্দের খেলোয়াড়ের জন্য ভোট দিতে পারবেন - https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
5/5আবারও রুটের উপর ছড়ি ঘোরানোর সুযোগ অশ্বিনের সামনে, এবার আরও বড় স্বীকৃতি। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.