IND vs ENG in CWG 2022: নবম হয়েছিলেন সচিনরা, ভারতের ইতিহাসে প্রথমবার এই কাজ করলেন মন্ধানা, হরমনপ্রীতরা
Updated: 06 Aug 2022, 07:23 PM ISTIND vs ENG in CWG 2022: সচিন তেন্ডুলকররা পারেননি। সেই কাজটা করে দেখালেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মারা। আজ বার্মিংহ্যামে ইংল্যান্ডকে চার রানে হারিয়ে কমনওয়েলথ গেমসের ফাইনালে পৌঁছে গেল ভারত। (আরও পড়ুন: IND vs ENG Cricket: ফাইনালে উঠে ক্রিকেটে ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করল ভারত)
পরবর্তী ফটো গ্যালারি