ভুরি-ভুরি রানের সাক্ষী থেকেছে ভারত বনাম ইংল্যান্ড ...
more
ভুরি-ভুরি রানের সাক্ষী থেকেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। স্বভাবতই অসংখ্য বল উড়ে গিয়েছে বাউন্ডারির বাইরে। সেই নিরিখে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ড তৈরি হয়েছে, দেখে নিন বিস্তারিত -
1/5রবিবার ১১ টি ছক্কা মারে ভারত। চারটি ছক্কা মারেন ঋষভ পন্ত। সমসংখ্যক ছক্কা আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। তিনটি ছক্কা মারেন শার্দুল ঠাকুর। (ছবি সৌজন্য পিটিআই)
2/5ভারতের ১১ টি ছক্কার সৌজন্য প্রথম ৫০ ওভারের শেষে সিরিজে মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৬৩। (ছবি সৌজন্য রয়টার্স)
3/5অন্যদিনের মতো না হলেও ছক্কার নিরিখে খুব একটা পিছিয়ে ছিল না ইংল্যান্ড। ইংরেজ ব্যাটসম্যানরা মোট সাতটি ছক্কা মারেন। (ছবি সৌজন্য রয়টার্স)
4/5ইংল্যান্ডের সাতটি ছক্কার সৌজন্যে তিন ম্যাচের সিরিজে মোট ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭০। তার ফলে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ড তৈরি হয়েছে। (ছবি সৌজন্য রয়টার্স)
5/5এতদিন তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক ছক্কার রেকর্ড ছিল ২০১৯ সালের নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ঝুলিতে। সেই সিরিজে ৫৭ টি ছক্কা হাঁকানো হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.