IND vs ENG: SA সিরিজের ভুল শোধরানো, আগ্রাসী ফিল্ডিং - এজবাস্টনে জিততে ৫ কাজ করতে হবে ভারতকে
Updated: 05 Jul 2022, 01:01 PM ISTIND vs ENG: এজবাস্টনে হারের ভ্রুকূটি। সেই পরিস্থিতিতে পঞ্চম দিনে খেলতে নামছে ভারত। জয়ের জন্য মাত্র ১১৯ রান দরকার ইংল্যান্ডের। হাতে আছে সাত উইকেট। ফলে ভারতের সুযোগ খুবই কম। তবে জয়ের আশা যে একদম নেই, সেটা নয়। জয়ের জন্য অবশ্য এই পাঁচটা কাজ করতেই হবে ভারতকে।
পরবর্তী ফটো গ্যালারি