আগামিকাল (বুধবার) থেকে আমদাবাদে শুরু হচ্ছে গোলাপি টেস্ট। সেই টেস্টে সম্ভবত জোড়া পরিবর্তন করতে চলেছেন বিরাট কোহলিরা। তালিকায় কি আছেন হার্দিক পান্ডিয়া? দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ -
1/13রোহিত শর্মা : এই প্রথম পিঙ্ক টেস্ট খেলতে চলেছেন রোহিত। তবে চেন্নাইয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের পর আমদাবাদেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
2/13শুভমন গিল : সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। কিন্তু এখনও পুরোপুরি নিজের প্রতিভা তুলে ধরতে পারেননি। গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও তিন অঙ্কের রান এখনও অধরা। আমদাবাদে সেই শূন্যস্থান পূরণ করতে চাইবেন গিল। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
3/13চেতেশ্বর পূজারা : ভালো ছন্দে আছেন। কিন্তু দীর্ঘদিন বড় ইনিংস অধরা আছে। বছরদুয়েক আগে তাঁর শেষ টেস্ট শতরান এসেছিল। আমদাবাদে বড় রানের লক্ষ্যে থাকবেন। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
4/13বিরাট কোহলি : বিরাটের ব্যাটেও দীর্ঘদিন শতরান নেই। তারইমধ্যে একাধিক ভালো ইনিংস খেলেছেন। তবে বিরাটকে ভরসা জোগাবে গোলাপি টেস্টের রেকর্ড। বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান-আউট না হলে শতরান কার্যত নিশ্চিত ছিল। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
5/13অজিঙ্কা রাহানে : দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভালো খেলেছেন। কিন্তু ধারাবাহিকতার অভাবে ভুগছেন ভারতের সহ-অধিনায়ক। সেই সমস্যা দূর করতে চাইবেন তিনি। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
6/13ঋষভ পন্ত : ব্যাটিংয়ে নিজের প্রতিভা তো আগেই দেখিয়েছেন। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে দারুণ কিপিংও করেছেন। আমদবাদেও পন্তের থেকে একইরকম প্রত্যাশা থাকবে ভারতের। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
7/13রবিচন্দ্রন অশ্বিন : ভালো বল তো করছিলেন। চেন্নাইয়ের কঠিন পিচে শতরানে তাঁর ব্যাটিংয়ে আরও আত্মবিশ্বাস বাড়বে। বাকি সিরিজেও তাঁর থেকে সেরকম ফর্মই প্রত্যাশিত থাকবে। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
8/13অক্ষর প্যাটেল : স্বপ্নের অভিষেক হয়েছে। তবে গোলাপি টেস্টে ব্যাট হাতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
9/13ইশান্ত শর্মা : নিজের ১০০ তম টেস্টে বিশেষ ছাপ রাখতে চাইবেন। এই ম্যাচে সম্ভবত পিচ থেকে বেশি সাহায্যও পাবেন। (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)
10/13জসপ্রীত বুমরাহ : এক ম্যাচের বিশ্রামের পর দলে ফিরছেন। ঘরের মাঠে ভারতীয় দলের বোলিংয়ের প্রধান অস্ত্র হবেন তিনি। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
11/13 উমেশ যাদব : ফিটনেস পরীক্ষায় পাশ করে গিয়েছেন। বাড়তি পেস এবং অভিজ্ঞতার কারণে আমদাবাদে মহম্মদ সিরাজের পরিবর্তে দলে ঢুকতে পারেন। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
12/13হার্দিক পান্ডিয়া : নেটে গোলাপি বল দিয়ে বোলিং করেছেন। তাই একটি মহলে জল্পনা, আমদাবাদে খেলতে পারেন হার্দিক। যদিও তাঁর পক্ষে বোলিংয়ের ধকল নেওয়ার সম্ভব কিনা, স্পষ্ট নয়। টিম ম্যানেজমেন্টও স্পষ্ট করে দিয়েছে, শুধু ব্যাটসম্যান হিসেবে টেস্টে খেলবেন না। ফলে তৃতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই। (ফাইল ছবি, টুইটার @hardikpandya7)
13/13আমদাবাদে জোড়া পরিবর্তন, কী হতে পারে ভারতের প্রথম একাদশ? হার্দিক কি ফিরবেন? (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.