রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে, তাও করোনা প্রোটোকল মানার নাম নেই ভারতীয় ক্রিকেটারদের।
1/5ভুল থেকেও শিক্ষা নেননি ভারতীয় ক্রিকেটাররা। ইংল্যান্ড সফরে গিয়ে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। এজবাস্টন টেস্টে সম্ভবত মাঠে নামা হচ্ছে না হিটম্যানের। তা সত্ত্বেও করোনা প্রোটোকল মানার কোনও লক্ষণ নেই টিম ইন্ডিয়ার তারকাদের মধ্যে।
2/5বায়ো-বাবলে থাকতে হচ্ছে না বটে, তবে এজবাস্টন টেস্ট যাতে সংশয়ে না পড়ে, তাই ভারতীয় ক্রিকেটারদের কিছু করোনাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। অটোগ্রাফ দেওয়া, ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও ভারতীয় ক্রিকেটাররা অনুরাগীদের সঙ্গে সৌজন্য বিনিময়ে কোনও কার্পণ্য করছেন না।
3/5ঋষভ পন্তকে অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে ও অটোগ্রাফ বিলোতে দেখা যায় মাস্ক ছাড়াই। নিরাপদ দূরত্ব বজায় রাখার কোনও বালাই ছিল না।
4/5এমনকি সাবওয়েতে পথচারীদের ছবি তোলার আব্দার মেটাতেও দেখা যায় পন্তকে।
5/5কোহলি, শ্রেয়স, সিরাজ, গিলদের খাওয়া-দাওয়া করতে গিয়ে রেস্টুরেন্ট কর্মীদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়। এজবাস্টন টেস্ট শুরু হবে ১ জুলাই থেকে। মাঝে যদি ফের করোনার উপদ্রব দেখা দেয় ভারতীয় শিবিরে, তবে বিপদ বাড়বে নিশ্চিত।