IND vs ENG: টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান কে দিয়েছেন? সেই তালিকায় আজ শীর্ষস্থানে চলে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। সার্বিকভাবে এক ওভারে সবথেকে বেশি রান খাওয়ার তালিকায় যেন ইংল্যান্ড খেলোয়াড়দের রমরমা। ব্রড ছাড়াও প্রথম দুইয়ে আরও দুই ইংল্যান্ড ক্রিকেটার আছেন। যাঁরা আজ ভারতের বিরুদ্ধে বেন স্টোকসের নেতৃত্ব খেলছেন।
1/4স্টুয়ার্ট ব্রড (২০২২ সালের ২ জুলাই): এজবাস্টনে এক ওভারে ৩৫ রান দিলেন। টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দিলেন। (ছবি সৌজন্যে রয়টার্স)
2/4জেমস অ্যান্ডারসন (২০১৩ সাল): পার্থে এক ওভারে ২৮ রান দিয়েছিলেন। টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। (ছবি সৌজন্যে রয়টার্স)
3/4জো রুট (২০২০ সাল): দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে ২৮ রান দিয়েছিলেন। পোর্ট এলিজাবেথে সেই খেলা ছিল। ফলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। (ছবি সৌজন্যে রয়টার্স)
4/4রুট এবং অ্যান্ডারসনদের সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন রবিন পিটারসেন। তিনিও এক ওভারে ২৮ রান দিয়েছিলেন। তিন নম্বরে আছেন হরভজন সিং। (ছবি সৌজন্যে রয়টার্স)