যে ভয়টা ছিল, সেটাই হচ্ছে। বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আপাতত ব্যাট করছে ভারত। তবে আইসিসির নয়া নিয়মের কারণে এখনও হাতে অনেকটাই সময় আছে। ভারতীয় সময় অনুযায়ী, রাত কটা থেকে ম্যাচের ওভার কমবে?
1/5 ইতিমধ্যে দু'ঘণ্টার বেশি 'নষ্ট' হয়ে গিয়েছে। একেবারে মিনিট ধরে বলতে গেলে রাত ১১ টা ৭ মিনিট পর্যন্ত (ভারতীয় সময় অনুযায়ী) ১৫৩ মিনিট ‘নষ্ট হযেছে।’ কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আইসিসির নয়া নিয়মের জন্য এখনই ম্যাচে ওভারের সংখ্যা কমতে শুরু করবে না। যেহেতু অতিরিক্ত ২৫০ মিনিট যোগ করা হয়েছে, তাই হাতে এখনও সময় আছে। (ছবি সৌজন্যে এপি)
2/5 ভারতীয় সময় অনুযায়ী, রাত ১২ টা ৪ মিনিট নাগাদ থেকে ওভারের সংখ্যা কমতে শুরু করবে। কতক্ষণের মধ্যে ১০ ওভারের ম্যাচ শুরু করতে হবে? আইসিসির মুখপাত্র জানিয়েছেন যে রাত ১ টা ৪৪ মিনিট থেকেও ১০ ওভারের ম্যাচ শুরু করা যেতে পারে। সেটাই মোটামুটি 'কাট-অফ টাইম'। অর্থাৎ মোটামুটি রাত ১ টা ৪৪ মিনিটের পরও যদি ১০ ওভারের ম্যাচ শুরু করা না যায়, তাহলে ম্যাচ বাতিল হয়ে যাবে। (ছবি সৌজন্যে এপি)
3/5 সাধারণত ম্যাচ বাতিল না হওয়ার জন্য ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ করতে হয়। কিন্তু এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের জন্য সেই সীমাটা ১০ ওভার নির্ধারণ করা হয়েছে। ফলে দুটি দলই ১০ ওভার করে ব্যাটিং এবং বোলিং না করলে ম্যাচ হয়েছে বলে বিবেচনা করা হবে না। সেক্ষেত্রে ম্যাচ বাতিল হয়ে যাবে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে যাবে ভারত। (ছবি সৌজন্যে এপি)
4/5 এমনিতে ইতিমধ্যে বৃষ্টির জন্য দেরিতে খেলা শুরু হয়। দেরিতে হয় টস। তারপর ব্যাটিং শুরু করে ভারত। কিন্তু অষ্টম ওভার শেষ হওয়ার পরে ফের জোরে বৃষ্টি নামে। সেই পরিস্থিতিতে সাময়িকভাবে খেলা বন্ধ করে দিতে হয়। সেইসময় ভারতের স্কোর ছিল দু'উইকেটে ৬৫ রান। ২৬ বলে ৩৭ রানে খেলছিলেন রোহিত শর্মা। সাত বলে ১৩ রানে খেলছিলেন সূর্যকুমার যাদব। (ছবি সৌজন্যে পিটিআই)
5/5 বৃষ্টির জন্য প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট পরে ফের খেলা শুরু হয় (ভারতীয় সময় অনুযায়ী, রাত ১১ টা ১০ মিনিট)। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির নয়া নিয়ম অনুযায়ী, এখন কোনও ওভার কমেনি। হাতে আরও দেড় ঘণ্টার বেশি পড়ে আছে। তাই ওভার কমে যাওয়ার সম্ভাবনা খুব বেশি না হলেও ভারতীয়দের যে রাতটা জাগতে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। (ছবি সৌজন্যে এপি)