Virat Kohli suffered a rare failure: ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের সেমিতে মাত্র ৯ বল খেলে ৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন কোহলি। অথচ ২০ ওভারের বিশ্বকাপের নকআউট পর্বে কোহলির পরিসংখ্যান সব সময়েই খুব উজ্জ্বল। এই প্রথম বার সেই ধারা বজায় রাখতে ব্যর্থ হলেন তিনি।
1/5 বিরাট কোহলির ব্যর্থতার ধারা চলছেই। বৃহস্পতিবার গায়ানায় ২০২৪ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ফের নিরাশ করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯ বল খেলে ৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এক অঙ্কের ঘরেই ফের আটকে গেলেন কোহলি। অথচ ২০ ওভারের বিশ্বকাপের নকআউট পর্বে কোহলির পরিসংখ্যান সব সময়েই খুব উজ্জ্বল। তবে এবার সেই ধারা বজায় রাখতে ব্যর্থ হন তিনি। ছবি: পিটিআই
2/5 ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তারকা ব্যাটসম্যান রিস টপলিকে ছক্কা হাঁকান। পরের বলে রান হয়নি। চতুর্থ ডেলিভারিতে বোল্ড হন কোহলি। বাঁ-হাতি পেসারের লেন্থ বলে স্টাম্প উড়ে যায় বিরাটের। কোহলির এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ইনিংসে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন। যা কোহলির জন্য অত্যন্ত লজ্জার এবং হতাশার পরিসংখ্যান। ছবি: পিটিআই
3/5 ২০১৪ সালে ২০ ওভারে বিশ্বকাপের সেমিফাইনালে কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৭২ রান করেছিলেন। এবং তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে ভারত ম্যাচ জিতেছিল। দুই বছর পর, ২০১৬ সালে, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিতে ৪৭ বলে অপরাজিত ৮৯ রানের বিস্ফোরক ইনিংসে খেলেছিলেন। যদিও সেই ম্যাচে ভারত হেরেছিল। ছবি: পিটিআই
4/5 ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের সেমিফাইনালে আবার কোহলি ৪০ বলে ৫০ রান করেছিলেন। তবে তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ভারত ম্যাচটি ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরেছিল। তবে এবার ২০ ওভারে বিশ্বকাপের সেমি থেকে কোহলি ঘুরে দাঁড়াবে, এমনটা আশা করা হয়েছিল। কিন্তু তিনি এদিন কিছুই করে উঠতে পারলেন না। ছবি: এপি
5/5 এবারের সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জস বাটলার বৃষ্টি-বিলম্বিত সেমিফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ২ বছর আগেও কিন্তু টি২০ বিশ্বকাপের সেমিতে টস হেরে ইংল্যান্ড শুরুতে ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। সেই ম্যাচে ১০ উইকেটে হেরে ছিটকে গিয়েছিলেন রোহিতরা। স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? ইতিহাসই আশঙ্কায় ফেলে দিয়েছে টিম ইন্ডিয়ার ভক্তদের। ছবি: এপি