IND vs IRE: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু'ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। যে সিরিজ অনেকটাই ভারতের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষার সিরিজ ছিল। তাতে কয়েকটি জায়গায় যেমন ভারত স্বস্তি পেয়েছে, তেমনই উদ্বেগ বাড়িয়েছে বোলিং। সেই সিরিজে ভারতের প্রাপ্তি এবং অস্বস্তির বিষয়টি জেনে নিন -
2/6দীপক হুডা: সিরিজে ভারতের সেরা প্রাপ্তি হলেন দীপক হুডা। প্রথম ম্যাচে ওপেনিংয়ে নেমে ২৯ বলে অপরাজিত ৪৭ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে নেমে ৫৭ বলে ১০৪ রান করেন। সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন। তার ফলে টপ-অর্ডারে ভারতের হাতে আরও এক বিকল্প বাড়ল। (ছবি সৌজন্যে, ফেসবুক @IndianCricketTeam)
3/6তবে ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। সুযোগ পেলেও লোয়ার-মিডল অর্ডারে খেলার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তিনি যে দ্রুত রান তুলতে পারবেন, সেই বার্তা দিয়ে রাখলেন হুডা। (ছবি সৌজন্যে, টুইটার@cricketireland)
4/6ভারতীয় বেঞ্চের ব্যাটিং শক্তি: দক্ষিণ আফ্রিকা সিরিজে দলেই ছিলেন না সঞ্জু স্যামসন। হুডা দলে থাকলেও কোনও ম্যাচে সুযোগ পাননি। ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার না থাকায় আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পান হুডা। যিনি সিরিজ সেরা হয়েছেন। রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে সঞ্জু দ্বিতীয় ম্যাচে খেলেন। ৪২ বলে ৭৭ রান করেন। (ছবি সৌজন্যে, ফেসবুক @IndianCricketTeam)
5/6ভারতের বোলিং নিয়ে চিন্তা: প্রথম দল না খেললেও ভারতের বোলিং নিয়ে চিন্তা বাড়বে। টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ভালো দল হলেও দুই ম্যাচে ৩২ ওভারে ৩২৯ রান খরচ করেছে ভারত। ডাবলিনের যে মাঠে খেলা হয়েছে, ২০১৮ সাল থেকে সেখানে ওভারপিছু ৯-র বেশি রান উঠেছে। তাতেও অবশ্য অস্বস্তি ঢাকবে না ভারতের। (ছবি সৌজন্যে, টুইটার@cricketireland)
6/6বোলার হার্দিক পান্ডিয়া: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেতে গেলে হার্দিককে বল করতে হবে। ব্যাট হাতে ভালো ফর্মে থাকায় বোলার হার্দিকের কী অবস্থা, তা দেখে নিতে চাইছিল ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচে নয়া বল তুলে নেন হার্দিক। পুরো কোটা শেষ না করলেও ছন্দে যে আছেন, তা প্রমাণ করেছেন। (ছবি সৌজন্যে এএফপি)