IND vs IRE: ওপেন করতে নেমেই ব্যর্থ কোহলি, আউট হলেন ১ রানে, T20 World Cup-এ নিজের সর্বনিম্ন স্কোর বিরাটের
Updated: 05 Jun 2024, 10:48 PM ISTVirat Kohli registers his lowest ever T20 World Cup score: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে কোহলি রানের পাহাড় গড়ে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। কিন্তু দেশের জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে ওপেন করতে নেমেই নিরাশ করলেন। মাত্র ১ রানে আউট হয়ে গড়লেন লজ্জার নজির।
পরবর্তী ফটো গ্যালারি