২৫ বছর পর ফের ICC-র কোনও ODI টুর্নামেন্টের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড, তবে সেবারের ফলের পুনরাবৃত্তি চাইবে না টিম ইন্ডিয়া
Updated: 05 Mar 2025, 11:36 PM IST Tania Roy 05 Mar 2025 ICC Champions Trophy 2025 Final, ICC Champions Trophy 2025, India vs New Zealand, Team India, Indian Cricket Team, New Zealand Cricket Team, Bengali Sports News, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনাল, ভারত বনাম নিউজিল্যান্ড, টিম ইন্ডিয়াফাইনাল ম্যাচের আগেই বিধ্বংসী মেজাজে নিউজিল্যান্ড। সেমিতে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরির উপর ভর করে রানের পাহাড় গড়ে কিউয়িরা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড দলীয় রান করে তারা। তাই ফাইনালে ভারতীয় বোলারদের সতর্ক হতে হবে। ২৫ বছর আগের পুনারাবৃত্তি নিশ্চয়ই টিম ইন্ডিয়া চাইবে না।
পরবর্তী ফটো গ্যালারি