বাংলা নিউজ > ছবিঘর > IND vs PAK: বিশ্বের এক ও তিন নম্বর দল মুখোমুখি চার বছর বাদে, জানুন দুই দলের দুর্বলতা কী কী

IND vs PAK: বিশ্বের এক ও তিন নম্বর দল মুখোমুখি চার বছর বাদে, জানুন দুই দলের দুর্বলতা কী কী

চার বছর পর আবার এক দিনের ক্রিকেটে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপে শেষ বার ৫০ ওভারের ম্যাচ খেলেছিল এই দুই দেশ। মাঝে শুধুই টি-টোয়েন্টি খেলেছিল তারা। তবে তার আগে জেনে নিন, দুই দলের দুর্বলতা কী আছে, যেটা প্রতিপক্ষ দল কাজে লাগাতে পারবে।