IND vs PAK Asia Cup 2023: শেষ ৫ ম্যাচে ২টি সেঞ্চুরি ও জোড়া হাফ-সেঞ্চুরি, কোহলি নয়, রোহিতকেই আসল ভয় পাকিস্তানের- প্রমাণ
Updated: 01 Sep 2023, 03:12 PM ISTIndia vs Pakistan Asia Cup 2023: কোহলি বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলেন। একার হাতে ভারত-পাক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন একাধিকবার। তবে এশিয়া কাপে একা কোহলিকে নিয়েই নয়, পাক শিবির দুশ্চিন্তায় থাকবে রোহিতকে নিয়েও। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক অতীতে পাকিস্তানের বিরুদ্ধে ODI-তে সব থেকে সফল হিটম্যান।
পরবর্তী ফটো গ্যালারি