IND vs PAK: ১১৯ করেও ৬ রানে দুরন্ত জয়, T20 WC-এর ইতিহাসে বড় রেকর্ড গড়ে ফেলল ভারত, ছুঁল ১০ বছর আগের নজির
Updated: 10 Jun 2024, 07:30 AM ISTTeam India's Record: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের যুগ্ম নজির গড়েছে। রোহিত ব্রিগেড এদিন শ্রীলঙ্কার করা ১০ বছর আগের নজির স্পর্শ করেছে। ২০১৪ সালে নিউজিল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়ে, সেই স্কোর ডিফেন্ড করে জয় ছিনিয়ে নিয়েছিল শ্রীলঙ্কা।
পরবর্তী ফটো গ্যালারি