India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ফাইনালে টস জেতেন রোহিত। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। ব্রিজটাউনে রান তাড়া করবে প্রোটিয়ারা। এর আগের আটটি টি২০ বিশ্বকাপের ফাইনাল অনুযায়ী, যে দল টস জিতে ব্যাটিং নেয়, তারা শিরোপা জেতে। ব্যতিক্রম হয়েছিল শুধু ২০১০ সালে।
1/5 ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের ফাইনালে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন। সেবার তারা পাকিস্তানকে হারিয়ে কুড়ি ওভারের বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। ১৭ বছর পর রোহিত শর্মা ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিং নিয়েছেন। এবার ফাইনালে ভারত মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। ২০০৭ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারবে রোহিত ব্রিগেড?
2/5 টি২০ বিশ্বকাপের ইতিহাস ঘাটলে দেখা যাবে, এর আগে মোট ৮ বার টি২০ বিশ্বকাপের ফাইনাল হয়ে গিয়েছে। তার মধ্যে সাত বারই টস জিতে আগে ব্যাট করেছে যে দল, সেই দলই শিরোপা জিতেছে। সেই পরিসংখ্যান ভারতকে উদ্বুদ্ধ করতেই পারে।
3/5 একমাত্র ২০০৯ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিয়েছিল। কিন্তু সেই ম্যাচে পাকিস্তান রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেছিল। এবং টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণেই ২০ ওভারের বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। তবে এটি নেহাৎ-ই ব্যতিক্রমী ঘটনা। ভারত চাইবে না, ২০২৪ সালে দ্বিতীয় বার এমন ব্যতিক্রম ঘটুক।
4/5 এই নিয়ে পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপ ফাইনাল জেতা হয়নি ভারতের। কিন্তু এবার টি-২০ বিশ্বকাপ জিতে সেই ট্রফি খরা কাটাতে চান রোহিত-বিরাটরা। অন্য দিকে, এই প্রথম বার কোনও বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তারাও চাইছে এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে।
5/5 এদিন প্রথমে ব্যাট করতে নেমে, শুরুতেই ভারত কিন্তু চাপে পড়ে গিয়েছে। পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। হয়েছে ৪৫ রান। এদিন দ্বিতীয় ওভারে বল করতে এসেই কেশব মহারাজ প্রথমে রোহিত শর্মা (৫ বলে ৯ রান) এবং পরে ঋষভ পন্তকে (২ বলে ০) ফেরান। পঞ্চম ওভারে কাগিসো রাবাদা আবার ফেরান সূর্যকুমার যাদবকে (৪ বলে ৩ রান)।