কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে মহম্মদ সিরাজ খেলছেন না। তা কার্যত স্পষ্ট করে দিলেন বিরাট কোহলি।
1/5দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলবেন না মহম্মদ সিরাজ। তা কার্যত স্পষ্ট করে দিলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/5সোমবার সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, ‘আমি পুরোপুরি ফিট আছি। সিরাজ এখনও সুস্থ হওয়ার প্রক্রিয়ায় আছে। আমার মনে হয় না যে ম্যাচের জন্য পুরোপুরি তৈরি আছে। আমার মতে, আমরা এমন একজন পেসারকে খেলানোর ঝুঁকি নিতে পারি না যে কিনা ১১০ শতাংশ ফিট নয়।’ (ছবি সৌজন্যে, ফেসবুক @IndianCricketTeam)
3/5তবে সিরাজের পরিবর্তে ইশান্ত শর্মা খেলবেন নাকি উমেশ যাদব, তা স্পষ্ট করে বলেননি বিরাট। (ছবি সৌজন্যে, ফেসবুক @IndianCricketTeam এবং পিটিআই)
4/5তিনি বলেন, ‘তৃতীয় টেস্টে সিরাজের পরিবর্তে কে খেলবেন, তা নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। হেড কোচ (রাহুল দ্রাবিড়) এবং সহ-অধিনায়কের (কে এল রাহুল) সঙ্গে আলোচনা করব। তবে এই জায়গায় থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের হাতে এত বিকল্প আছে।’ (ছবি সৌজন্যে, ফেসবুক @IndianCricketTeam)
5/5দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বল করতে আসার মধ্যে থেমে গিয়েছিলেন সিরাজ। ডান পায়ের হ্যামস্ট্রিং চেপে ধরেছিলেন। তারপর ফিজিয়োর সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই তৃতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)