India will meet South Africa in the T20 World Cup 2024 Final: এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত এবং দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের শুরু থেকে এখনও পর্যন্ত অপরাজিত। এমনটা এর আগে ২০ ওভারের বিশ্বকাপের ইতিহাসে কখনও হয়নি। এই প্রথম বার ঘটল এমন ঘটনা।
1/5 অস্ট্রেলিয়ার বদলা ওয়েস্ট ইন্ডিজে। দু'বছর আগের পুনরাবৃত্তি নয়। সুদে আসলে প্রতিশোধ নিলেন রোহিতর শর্মার ভারত। গায়ানায় ইংল্যান্ডকে দুরমুশ করে টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। বৃহস্পতিবার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের কাছে আত্মসমর্পণ করেন ইংরেজ ব্যাটাররা। যার নিটফল, ৬৮ রানে হেরে টি২০ বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিল ইংল্যান্ড। দশ বছর পর ২০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত। এই নিয়ে মোট তিন বার।
2/5 এবার ২০ ওভারের বিশ্বকাপের ফাইনালে ভারত ২৯ জুন মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়ারাও কিন্তু এবার বিশ্বকাপে ভারতের মতো দুরন্ত ছন্দে রয়েছে। তারাও এবার বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত। তারা গ্রুপ লিগে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, নেপালকে হারিয়ে সুপার আটে ওঠে। সুপার আটে তারা হারায় আমেরিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে। আর সেমিফাইনালে আফগানিস্তানকে হেলায় হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
3/5 ভারত আবার গ্রুপ লিগে আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আমেরিকাকে হারায়। কানাডার বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। সুপার আটে তারা হারায় আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে। আর সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
4/5 এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্টই টুর্নামেন্টের শুরু থেকে এখনও পর্যন্ত অপরাজিত। এমনটা এর আগে ২০ ওভারের বিশ্বকাপের ইতিহাসে কখনও হয়নি। এই প্রথম বার ঘটল এমন ঘটনা। সে কারণেই বিশ্বকাপ ফাইনালের লড়াইটা এবার যে শেয়ানে শেয়ানে হবে, তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ এখন তুঙ্গে।
5/5 তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপেও ভারত টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। অপরাজিত দল হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমেছিল। কিন্তু আসল জায়গায় তারা মুখ থুবড়ে পড়ে। সেই স্মৃতি ভারতীয় ভক্তদের মনের অগোচরে প্রায়ই উঁকি মারছে। তবে এবার টিম ইন্ডিয়া ইতিহাস বদলাতে মরিয়া। ১১ বছর পর ফের আইসিসি ট্রফি আসবে ভারতে? অপেক্ষায় গোটা দেশ।