শনিবার তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ৯১ রানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে সিরিজও ২-১ পকেটে পুড়ে ফেলেছে টিম ইন্ডিয়া। এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তির ভাঁড়ার কিন্তু কানায় কানায় পূর্ণ।
1/5অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়ার গভীরতা বৃদ্ধি বড় প্রাপ্তি ভারতের। যত সময় গড়াচ্ছে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন হার্দিক। ব্যাট হাতে ব্যর্থ হলে, বল হাতে ভারতকে ভরসা জোগাচ্ছেন। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলাচ্ছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে নিজেকে আরও এক বার মেলে ধরলেন হার্দিক।
2/5সূর্যকুমার যাদবের দুরন্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত। সূর্য এই বছরের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন। তৃতীয় টি-টোয়েন্টি অপরাজিত থেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন। সূর্যের ফর্ম স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
3/5জসপ্রীত বুমরাহের মতো বোলার অনুপস্থিত। কিন্তু সেই জায়গাটা পূরণ করে চলেছেন তরুণ ব্রিগেড। আর্শদীপ সিং, উমরান মালিকরা নিজেদের ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভারতের পেস অ্যাটাকে তরুণ বোলারদের উত্থান কিন্তু শুভ লক্ষণ।
4/5রবীন্দ্র জাদেজার চোট। সেই জায়গায় অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেমন ৩১ বলে ৬৫ রান যেমন করেছিলেন, বল হাতেও ২ উইকেট নিয়েছেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে। তৃতীয় টি-টোয়েন্টিতে আবার ৯ বলে অপরাজিত ২১ রান করেন। ৩ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন।
5/5বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের অনুপস্থিতিতে হার্দিকের নেতৃত্বে ভরসা জোগাচ্ছে তরুণ ব্রিগেড। টি-টোয়েন্টি দলের জন্য তারুণ্যকেই জোর দিচ্ছে বিসিসিআই। আর তাদের এই ভাবনাকে কার্যকরী করে তুলছে তরুণ ব্রিগেড। তরুণ ব্রিগেড এখন ভারতীয় টি-টোয়েন্টি দলের অক্সিজেন হয়ে উঠেছে।