এর আগে অ্যাস্ট্রাজেনেকার একটি করোনা টিকা নিয়েও ১২ থেকে ১৭ বছর বয়সীদের উপর ট্রায়ালের অনুমোদন পেয়েছে সিরাম। এখন সেই ট্রায়াল চলছে।
1/5এবার ৭-১১ বছর বয়সীদের উপর করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল। ভ্যাকসিন প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউটকে ছাড়পত্র দিল ভারত। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS/Rodrigo Garrido)
2/5মঙ্গলবার কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল সংস্থা সিরাম ইনস্টিটিউটকে এই ছাড়পত্র দিয়েছে। ফাইল ছবি : পিটিআই (REUTERS/Rodrigo Garrido)
3/5ওষুধের নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি আগে এ বিষয়ে পর্যালোচনা করেন। তার পরেই এই অনুমোদন দেওয়া হয়েছে। ফাইল ছবি : পিটিআই (REUTERS/Rodrigo Garrido)
4/5তবে এটাই প্রথম নয়। এর আগে অ্যাস্ট্রাজেনেকার একটি করোনা টিকা নিয়েও ১২ থেকে ১৭ বছর বয়সীদের উপর ট্রায়ালের অনুমোদন পেয়েছে সিরাম। এখন সেই ট্রায়াল চলছে। প্রাথমিকভাবে ১০০ জন অংশগ্রহণকারী কিশোর-কিশোরীর ডেটাও জমা দিয়েছে সিরাম ইনস্টিটিউট। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Rodrigo Garrido)
5/5এখনও পর্যন্ত শুধুমাত্র জাইডাস ক্যাডিলার ডিএনএ কোভিড ভ্যাকসিনকে ১২ বছর ও তার উর্ধ্বের শিশুদের উপর এমার্জেন্সি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Rodrigo Garrido)