'গেটসনোটস' ব্লগের মাধ্যমে ভারতের প্রতি তাঁর এই ভাবনার কথা তুলে ধরেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি বলেন, 'ভারত আমাকে ভবিষ্যতের জন্য আশার আলো দেখায়। তারা এটি প্রমাণ করেছে যে, যেকোনও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম।'
1/5আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। আর তার আগেই আবেগঘন বার্তা দিলেন বিশ্বসেরা শিল্পপতি-সমাজসেবী। তিনি বলেন, 'ভারত আমাকে ভবিষ্যতের জন্য আশার আলো দেখায়। তারা এটি প্রমাণ করেছে যে, যে কোনও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম।' ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5'গেটসনোটস' ব্লগের মাধ্যমে ভারতের প্রতি তাঁর এই ভাবনার কথা তুলে ধরেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। একদা ধনীতম বিল গেটস তাঁর 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে'র মাধ্যমে বিপুল সম্পদ সমাজসেবায় নিয়োজিত করেছেন। তিনি জানান, কোভিডের কারণে দীর্ঘ দিন তিনি ভারতে আসতে পারেননি। ফলে একটা লম্বা সময় পর ভারতে পাড়ি দিচ্ছেন। ভারতের অগ্রগতি দেখতে মুখিয়ে আছেন তিনি। ফাইল ছবি: টুইটার (Reuters)
3/5তিনি আরও একবার মনে করিয়ে দেন, শুধু বিশ্বব্যাপী বৈষম্য কমাতে সাহায্য করাই তাঁর লক্ষ্য। বিল গেটস আলোচ্য ভ্লগে জলবায়ু পরিবর্তন এবং বিশ্বজুড়ে জনস্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু সমস্যার সম্পর্কে উল্লেখ করেন। (ফাইল ছবি, সৌজন্য narendramodi.in) (Reuters)
4/5তিনি বলেন এই দু'টিই কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। 'উচ্চ তাপমাত্রার পরিবেশের কারণে খাদ্য নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে গরম জলবায়ুতে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে, যাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁদের কাছ থেকেই সম্পদের ক্রমেই ক্ষয় হবে। এর ফলে দারিদ্র দূরীকরণের প্রচেষ্টা আরও কঠিন হয়ে দাঁড়াতে পারে।' ফাইল ছবি: গেটসনোটস (Reuters)
5/5তিনি আরও বলেন, এই সমস্যাগুলির সমাধানে বাধা রয়েছে। তা সত্ত্বেও, 'আমরা একসঙ্গে চেষ্টা করলে অনেক বড় সমস্যাকেই আটকে দেওয়া সম্ভব।' ভারতের প্রসঙ্গ টেনে তিনি ফের বলেন, 'ভারতের অগ্রগতিই তার সবচেয়ে বড় প্রমাণ।' ফাইল ছবি: গেটসনোটস (Reuters)