HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > Paris Olympics Day 13 India Highlights: হকিতে ব্রোঞ্জ, নীরজের রুপো- বৃহস্পতিতে ৬ ঘণ্টার মধ্যেই কেটে গেল বুধের চরম হতাশা

Paris Olympics Day 13 India Highlights: হকিতে ব্রোঞ্জ, নীরজের রুপো- বৃহস্পতিতে ৬ ঘণ্টার মধ্যেই কেটে গেল বুধের চরম হতাশা

India at Paris Olympics Day 13 Highlights: হকিতে ব্রোঞ্জ, নীরজ চোপড়ার রুপো- বৃহস্পতিবার ছয় ঘণ্টায় কেটে গেল বুধবারের হতাশা। এই প্রথমবার প্যারিস অলিম্পিক্সে একইদিনে জোড়া পদক পেল ভারত। বৃহস্পতিবার কেমন কাটল ভারতের? দেখে নিন হাইলাইটস।

1/35 বুধবার (প্যারিসের সময় অনুযায়ী) ভারত দুটি মেডেল জিতেছে। তার ফলে প্যারিস অলিম্পিক্সে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল পাঁচ। একটি রুপো পেয়েছে। চারটি ব্রোঞ্জ জিতেছে। আপাতত পদক তালিকায় ৬৪ নম্বরে আছে ভারত। (ছবি সৌজন্যে পিটিআই এবং এপি)
2/35 টোকিয়ো অলিম্পিক্সের সোনার পরে রুপো জিতলেন নীরজ চোপড়া। ইতিহাস গড়ে সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ নাদিম (৯২.৯৭ মিটার)। ব্রোঞ্জ পেলেন অ্যান্ডারসন পিটার্স। (ছবি সৌজন্যে পিটিআই)
3/35 চতুর্থ থ্রোয়ে ফাউল হল নীরজ চোপড়ার। কিন্তু সম্ভবত চাপে পড়ে গিয়েছেন। পরপর দুটি থ্রো বাতিল হওয়ায় উষ্মাপ্রকাশ করতেও দেখা গিয়েছে। আপাতত কোনও পরিবর্তন হল না অবস্থানের। শীর্ষে আছেন পাকিস্তানের আরশাদ নাদিম। দুইয়ে আছেন নীরজ।
4/35 তৃতীয় থ্রোয়ের পরে শীর্ষে থাকলেন আরশাদ নাদিম (৯২.৯৭ মিটার)। দ্বিতীয় স্থানে আছেন নীরজ চোপড়া (৮৯.৪৫ মিটার)। তৃতীয় স্থানে আছেন জাকুব ভ্যাডলেচ (৮৮.৫ মিটার)। চতুর্থ স্থানে আছেন অ্যান্ডারসন পিটার্স (৮৭.৮৭ মিটার)।
5/35 দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার ছুড়লেন নীরজ চোপড়া। কিন্তু আরশাদ নাদিম যে ৯২.৯৭ মিটার ছুড়েছেন, সেটা অতিক্রম করা কিছুটা কঠিন নীরজের পক্ষে। আপাতত শীর্ষে আছেন আরশাদ। দ্বিতীয় স্থানে আছেন নীরজ। তাঁর হাতে চারটি থ্রো আছে। তিনে আছেন অ্যান্ডারসন পিটার্স (৮৭.৮৭ মিটার)।
6/35 দ্বিতীয় থ্রোয়েই অলিম্পিক্স রেকর্ড গড়লেন পাকিস্তানের আরশাদ নাদিম। ছুড়লেন ৯২.৯৭ মিটার। এবার প্রবল চাপে পড়ে গেলেন নীরজ চোপড়া। তিনি যা ছুড়েছেন, তাতে অলিম্পিক্সে সোনা জয়ের দৌড়ে ফেভারিট হয়ে গেলেন। (ছবি সৌজন্যে পিটিআই)
7/35 ফাউল হল নীরজ চোপড়ার প্রথম থ্রো। আপাতত শীর্ষে আছেন কেশহর্ন ওয়ালকট। তাঁর থ্রো হল ৮৬.১ মিটার। দ্বিতীয় স্থানে আছেন অ্যান্ডারসন পিটার্স (৮৪.৭ মিটার)। তৃতীয় স্থানে আছেন অলিভার হেলেন্ডার (৮১.২৪ মিটার)। ফাউল হয়েছে পাকিস্তানের আরশাদ নাদিমের থ্রোও। (ছবি সৌজন্যে পিটিআই)
8/35 জ্যাভেলিন ফাইনালের নিয়ম কী? মোট ১২ জন অ্যাথলিট আছেন। প্রথমে প্রত্যেকে তিনবার থ্রো করবেন। তিনটি থ্রোয়ের শেষে যে চারজন শেষে থাকবেন, তাঁরা ছিটকে যাবেন। বাকি আটজন আরও তিনটি থ্রো করবেন। ছ'টি থ্রোয়ের পরে যিনি শীর্ষে থাকবেন, তিনি সোনা জিতবেন। (ছবি সৌজন্যে পিটিআই)
9/35 পুরুষদের জ্যাভেলিন থ্রো: মোট প্রতিযোগী ১২ জন। আট নম্বরে ছুড়বেন নীরজ চোপড়া। অ্যান্ডারসন পিটার্স, জাকুব ভ্যাডলেচ, জুলিয়ান ওয়েবার, আরশাদ নাদিমদের দূরে ঠেলে জিততে পারবেন নীরজ? (ছবি সৌজন্যে পিটিআই)
10/35 পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে যে ১২ জন আছেন, তাঁদের মধ্যে এই মরশুমে সবথেকে বেশি দূরত্ব পার করেছেন নীরজ চোপড়া (৮৯.৩৪ মিটার)। কিন্তু ব্যক্তিগত সেরার নিরিখে তিনি অনেকটা পিছিয়ে আছে। সেই তালিকার শীর্ষে আছেন অ্যান্ডারসন পিটার্স, (৯৩.০৭ মিটার)। নীরজের সেরা হল ৮৯.৯৪ মিটার। (ছবি সৌজন্যে পিটিআই)
11/35 যত সময়টা এগিয়ে আসছে, তত টেনশনটা বাড়ছে। মনে হচ্ছে হাতও কাঁপছে। আর এক ঘণ্টাও বাকি নেই নীরজ চোপড়ার ফাইনাল শুরু হতে। গতবার তিনি যখন জিতেছিলেন, তখন এই প্রত্যাশার চাপ ছিল না। এবার তাঁর উপর সেই প্রত্যাশার চাপ প্রবল। সেইসব সামলে সোনার ছেলে কী করবেন? নজর সেদিকেই। (ছবি সৌজন্যে পিটিআই)
12/35 India at Paris Olympics Day 13 Live Updates: চরম হতাশাজনক বুধবারের পরে আজ যাবতীয় স্বপ্নজাল বোনা হচ্ছে সেই নীরজ চোপড়াকে কেন্দ্র করেই। ইতিমধ্যে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। একটি ব্রোঞ্জ আসতে পারে কুস্তিতেও। প্যারিস অলিম্পিক্সের ত্রয়োদশ দিনের লাইভ আপডেট দেখুন।
13/35 কুস্তি: পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে উড়ে গেলেন আমন শেরাওয়াত। জাপানের রেই হিগুচির কছে ০-১০ ব্যবধানে হারলেন। তবে এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে তাঁর কাছে। ২ মিনিট ১৪ সেকেন্ড শেষ হয়ে যায় ম্যাচ। (ছবি সৌজন্যে পিটিআই)
14/35 প্যারিস অলিম্পিক্সে শুরু হল পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে আমন শেরাওয়াতের। বিশ্বের এক নম্বর তারকা রেই হিগুচির বিরুদ্ধে লড়াই শুরু হল। এই ম্যাচে জিততে পারলেই সোনা বা রুপো 'নিশ্চিত' হয়ে যাবে। নিশ্চিত কথাটা কোটে রাখলাম কেন, নিশ্চয়ই বুঝতেই পাছেন। যাই হোক, দেখা যাক, কী হয়। (ছবি সৌজন্যে পিটিআই)
15/35 পুরুষদের কুস্তি: হকির ব্রোঞ্জ নিয়ে উচ্ছ্বাসের মধ্যেই ৫৭ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে নামছেন আমন শেরাওয়াত। প্রথম দুটি বাউটেই 'টেকনিকাল সুপিরিওরিটি'-র কারণে জিতেছেন। একটিতে জিতেছেন ১২১ সেকেন্ড বাকি থাকতে। অপরটি জিতেছেন ১২৪ সেকেন্ড বাকি থাকতে। তবে লড়াইটা সহজ হবে না। রিও অলিম্পিক্সের রুপোজয়ী তথা এক নম্বর তারকা জাপানের রেই হিগুচি। (ছবি সৌজন্যে এএফপি)
16/35 স্বপ্নভঙ্গ, নিশ্চিত পদক হাতছাড়া- ছয়দিনের পদক খরা কাটিয়ে অবশেষে প্যারিস অলিম্পিক্সে ফের মেডেল পেল ভারত। গত ২ অগস্ট শেষবার পদক জিতেছিল ভারত। জেতেন স্বপ্নিল কুসালে। সার্বিকভাবে এটা ভারতের চতুর্থ পদক। চারটিই ব্রোঞ্জ জিতেছে পদক। (ছবি সৌজন্যে এপি)
17/35 ভারত শেষবার পরপর দুটি অলিম্পিক্সে পদক পেয়েছিল ১৯৭২ সালের মিউনিথ অলিম্পিক্স এবং ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিক্স। আর তাৎপর্যপূর্ণভাবে ওই দুটি মেডেলও ব্রোঞ্জ ছিল। (ছবি সৌজন্যে এএফপি)
18/35 ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সের পরে প্যারিসেও ব্রোঞ্জ জিতল ভারত। ব্রোঞ্জ পদকের ম্যাচে ২-১ গোলে হারিয়ে দিল স্পেন। ফলে ৫২ বছর পরে পরপর দুটি অলিম্পিক্সে পদক জিতল টিম ইন্ডিয়া। আর ব্রোঞ্জ জিতে হকি দুনিয়াকে বিদায় জানালেন পিআর শ্রীজেশ। (ছবি সৌজন্যে রয়টার্স)
19/35 হকি: 'হ্যালো, হ্যালো, বিপদের আশঙ্কা, হরমনপ্রীত সিংকে ফোন করুন!!!!' আর তিন মিনিটের দু'বার 'সাড়া' দিলেন তিনি। তিন মিনিটের মধ্যে দুটি গোল করলেন। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করলেন। ২-১ গোলে এগিয়ে গেল ভারত। (ছবি সৌজন্যে এপি)
20/35 ত্রাতা সেই ক্যাপ্টেননননননননননন!! দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষে পেনাল্টি কর্নার থেকে গোল করলেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। সেই পরিস্থিতিতে বিরতিতে ব্রোঞ্জ পদক ম্যাচে ভারত ও স্পেনের ফলাফল দাঁড়াল ১-১। এখনও দুটি কোয়ার্টার পড়ে আছে। (ছবি সৌজন্যে রয়টার্স)
21/35 হকি: গোল হজম করল ভারত। ব্রোঞ্জ পদক ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল হজম করতে হয়। ১৮ মিনিটে স্পেনকে এগিয়ে দেন মার্ক মিরালেস। প্রথম কোয়ার্টারে বেশি ভালো খেলেছিল ভারত। কিন্তু আগে গোলের খাতা খুলল স্পেন। পেনাল্টি থেকে গোল করেছে। (ছবি সৌজন্যে রয়টার্স)
22/35 টোকিয়ো অলিম্পিক্সের মতোই প্যারিসে ব্রোঞ্জ জিতবে ভারত? সেই স্পেনের বিরুদ্ধে নামল ভারতীয় হকি দল। লড়াই হচ্ছে স্পেনের বিরুদ্ধে। আজ পিআর শ্রীজেশের শেষ ম্যাচ। আজকের পরেই অবসর নেবেন। আর অলিম্পিক্সের ব্রোঞ্জ জিতে কেরিয়ার শেষ করতে চাইবেন। (ছবি সৌজন্যে রয়টার্স)
23/35 সেমিফাইনালে কার বিরুদ্ধে নামবেন আমন শেরাওয়াত? কোয়ার্টার ফাইনালে জয়ের পরে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ক্যাটেগরির সেমিতে আমনের প্রতিপক্ষ হলেন জাপানের রেই হিগুচি। যিনি সোনার পদক জয়ের দাবিদার। আর আমনকে হারিয়েছেন। ফলে লড়াইটা কঠিন হবে। তিনি কি ভিনেশ ফোগটের মতোই ফেভারিট জাপানিজ কুস্তিগিরকে হারাতে পারবেন? রাত ৯ টা ৪৫ মিনিটে শুরু লড়াই। (ছবি সৌজন্যে পিটিআই)
24/35 সেমিফাইনালে পৌঁছে গেলেন আমন শেরাওয়াত। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আবাকারোভকে। ১২-০ পয়েন্টে জেতেন। ১০৪ সেকেন্ড বাকি থাকতেই জিতে গিয়েছেন। (ছবি সৌজন্যে এএফপি)
25/35 ভিনেশ ফোগটের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনব বিন্দ্রা। কুর্নিশ জানালেন ভিনেশ। অলিম্পিক্সে ভারতের প্রথম ব্যক্তিগত সোনজয়ী অ্যাথলিট বলেন, 'তুমি একজন ফাইটার। সেটা ম্যাটে হোক বা ম্যাটের বাইরে।' সেইসঙ্গে তিনি বলেন, 'সব জয় একইরকম হয় না। কয়েকটি জয়ের উজ্জ্বল স্মারক থেকে যায় ক্যাবিনেটে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হল সেই জয়টা, যে জয়টা কাহিনীতে পরিণত হয়। যা আমরা আমাদের সন্তানদের বলি।' (ছবি সৌজন্যে, এক্স @Abhinav_Bindra)
26/35 মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচে হেরে গেলেন অংশু মালিক। আমেরিকার হেলেন মারোউলাস। যিনি ২০১৬ সালের রিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। তাঁর কাছে ২-৭ ব্যবধানে হেরে গেলেন ভারতীয়। এখন তাঁকে আশা করতে হবে যে মার্কিন কুস্তিগির যেন ফাইনালে ওঠেন। তবেই রেপাচেজে সুযোগ ভাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
27/35 ম্যাচের নির্ধারিত সময়ের ১২১ সেকেন্ড আগেই জিতে যান আমন শেরাওয়াত। ১০-০ ব্যবধানে জিতে যান। 'টেকনিকাল সুপিরিওরিটি'-র কারণে জিতে যান। তবে ৫৭ কেজি ফ্রিস্টাইলে পদক জয় খুব একটা সহজ হবে না। পরবর্তী রাউন্ডগুলিতে কঠিন প্রতিপক্ষরা অপেক্ষা করে আছেন। (ছবি সৌজন্যে এপি)
28/35 পুরুষদের কুস্তির ৫৭ কেজি ফ্রিস্টাইল: ভিনেশ ফোগট কাণ্ডের পরে প্রথমবার কুস্তিতে কোনও ভালো খবর পেল ভারত। 'রাউন্ড অফ ১৬' ম্যাচে জিতলেন আমন শেরাওয়াত। ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরোভকে উড়িয়ে দিলেন। আর সেইসঙ্গে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। যে জয়টা খুব গুরুত্বপূর্ণ। ভারতের কুস্তি দলের মনোবল বাড়বে। আমন ফেভারিটও ছিলেন। (ছবি সৌজন্যে এপি)
29/35 মহিলাদের ১০০ মিটার হার্ডলস রিপাচেজের প্রথম হিট: চতুর্থ স্থানে শেষ করলেন জ্যোতি ইয়ারজি। সময় নেন ১৩.১৭ সেকেন্ড। আর সেইসঙ্গে অভিষেক অলিম্পিক্স শেষ হয়ে গেল জ্যোতির কাছে। প্রথম দু'জন সেমিফাইনালের টিকিট পাচ্ছেন। ফলে ছিটকে গেলেন জ্যোতি। যদি নিজের পার্সোনাল বেস্টও করতে পারতেন. তাহলে সেমিতে উঠে যেতেন। তাঁর ব্যক্তিগত সেরা হল ১২.৭৮। সেই সময়টা করতে পারলে প্রথম স্থানে শেষ করতে পারতেন। (ছবি সৌজন্যে এপি)
30/35 গলফ: আপাতত মহিলাদের গলফের স্ট্রোক প্লে'র দ্বিতীয় রাউন্ড চলছে। যুগ্মভাবে চতুর্থ স্থানে আছেন দীক্ষা দাগর। অন্যদিকে অদিতি অশোক আছেন ১৩ নম্বরে। গতবার অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল অদিতির। সেই ধাক্কা কাটিয়ে বুধবার শুরুটা ভালো করেছিলেন। কিন্তু শেষের দিকে খেই হারিয়ে ফেলেছিলেন। অন্যদিকে, দীক্ষাও বুধবার ভালো শুরু করেছিলেন। পরে ধাক্কা খেয়েছিলেন। (ছবি সৌজন্যে রয়টার্স)
31/35 পুরুষদের জ্যাভেলিন থ্রো ফাইনাল: একরাশ হতাশার পরে ভারতীয়দের একমাত্র আশা-ভরসা হয়ে উঠেছেন নীরজ চোপড়া। আজ রাতে ১১ টা ৫৫ মিনিটে তাঁর ইভেন্ট শুরু হচ্ছে। তবে এবার নীরজের লড়াই সহজ হবে না। এবার সেরকম হাওয়া থাকবে না। আরশাদ নাদিম, অ্যান্ডারসন পিটার্স, জুলিয়ান ওয়েবার, জাকুব ভ্যাডলেচদের মতো তারকাদের সামলাতে হবে। (ছবি সৌজন্যে পিটিআই)
32/35 হকির ব্রোঞ্জ পদক ম্যাচ: জার্মানির কাছে হেরে গিয়ে সোনা বা রুপো জেতার স্বপ্নভঙ্গ হয়েছে। আর সেই হতাশাকে পিছনে ফেলে আজ স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক ম্যাচে নামছে ভারতীয় দল। বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে। ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতেছিল ভারত। শেষ ১০টি ম্যাচের মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে আছে। পাঁচটি ম্যাচ জিতেছে ভারত। দুটি জিতেছে স্পেনে। (ছবি সৌজন্যে পিটিআই)
33/35 মহিলাদের কুস্তি: ৫৭ কেজি ফ্রিস্টাইলের 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচে নামছেন অংশু মালিক। তাঁর সেশন শুরু হচ্ছে দুপুর ২ টো ৩০ মিনিটে। আজই কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল আছে। তিনি যদি ওঠেন, তাহলে কোয়ার্টার শুরু হবে বিকেল ৪ টে ২০ মিনিট থেকে। রাত ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে সেমিফাইনালের ইভেন্ট। (ফাইল ছবি, সৌজন্যে বিপিন কুমার/হিন্দুস্তান টাইমস)
34/35 পুরুষদের কুস্তি: দুপুর ২ টো ৩০ মিনিটে ৫৭ কেজি ফ্রিস্টাইলের 'রাউন্ড অফ ১৬' ম্যাচে নামছেন আমন শেরাওয়াত। ভ্লাদিমির এগোরোভের বিরুদ্ধে নামছেন তিনি। যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেন, তাহলে বিকেল ৪ টে ২০ মিনিট থেকে তাঁর খেলা শুরু হবে। আর সেমিফাইনালে উঠলে তাঁর ইভেন্ট শুরু হবে রাত ৯ টা ৪৫ মিনিট থেকে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স)
35/35 অ্যাথলেটিক্স: মহিলাদের ১০০ মিটার হার্ডলস রিপাচেজ রাউন্ডে নামছেন জ্যোতি ইয়ারজি। প্রথম রাউন্ডে আহামরি খেলতে পারেননি। ফলে রেপাচেজে নামতে হচ্ছে। দুপুর ২ টো ৫ মিনিট থেকে সেই ইভেন্ট শুরু হবে। (ফাইল ছবি, সৌজন্যে ব্লুমবার্গ)

Latest News

4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ