India Olympics Day 6 Highlights: অভিশপ্ত দিন ভারতের! হাতছাড়া ৩ ‘নিশ্চিত’ পদক, সান্ত্বনা শুধু স্বপ্নিলের ব্রোঞ্জ
Updated: 01 Aug 2024, 11:43 PM IST Ayan Dasপ্যারিসে অভিশপ্ত বৃহস্পতিবার কাটল ভারতের জন্য। স্বপ্নিল কুসালের ব্রোঞ্জ পদক জয় এবং লক্ষ্য সেনের কোয়ার্টার ফাইনালে ওঠা ছাড়া বাকিটা পুরোপুরি অভিশপ্ত কাটল। তিনটি ‘নিশ্চিত’ পদক হাতছাড়া হয়ে গেল। সার্বিকভাবে অলিম্পিক্সের ষষ্ঠদিন কেমন কাটল, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি