‘ওরা রাজি থাকলে, তবেই ওদের পরামর্শ দেব’ বিরাট-রোহিতকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ভারতের ব্যাটিং কোচ, শিখতে চান ওদের থেকেও
Updated: 28 Jan 2025, 12:15 PM ISTরোহিত শর্মা এবং বিরাট কোহলির সাম্প্রতিক টেস্ট ফর্মে বিসিসিআই বেজায় চিন্তায়। রঞ্জিতেও রোহিত ব্যর্থ হয়েছেন। বিরাট নামবেন রেলওয়েজের বিপক্ষে। এই অবস্থায় সীতাংশু কোটকের কাজ যে কিছুটা বেড়েছে সেকথা বলাই বাহুল্য। তবে রোহিত, বিরাটদের আরও কাছ থেকে দেখে তবেই তাঁদের ব্যাটিং নিয়ে পরামর্শ দিতে চান তিনি।
পরবর্তী ফটো গ্যালারি