জাতীয় দলের সঙ্গে AFC Asian Cup-এর কোয়ালিফায়ারে ব্যস্ত ছিলেন বলে জামাইষষ্ঠীর দিনে শ্বশুরবাড়ি যেতে পারেননি ভারত অধিনায়ক।
1/6জামাইষষ্ঠীর সময়ে শ্বশুরবাড়ির শহর কলকতাতেই উপস্থিত ছিলেন সুনীল ছেত্রী। তবে জাতীয় দলের সঙ্গে এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ব্যস্ত ছিলেন বলে জামাইষষ্ঠীর দিনে শ্বশুরবাড়িতে পা দেওয়া হয়নি ছেত্রীর।
2/6অবশেষে জাতীয় কর্তব্য পালন করে জামাইষষ্ঠীর রীতি-রেওয়াজে গা ভাসালেন ছেত্রী।
3/6২০১৭ সালে প্রাক্তন ফুটবলার সুব্রত ভাট্টাচার্যর মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক।
4/6বৃহস্পতিবার সুব্রত ভট্টাচার্যর বাড়িতে রীতিমতো জামাই আদর উপভোগ করেন সুনীল।
5/6খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন ছিল ছেত্রীর অসময়ের জামাইষষ্ঠীর জন্য।