India in FIFA Rankings: পিছিয়েই চলেছে ভারত, গত সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ র্যাঙ্কিং গুরপ্রীতদের
Updated: 20 Jun 2024, 08:44 PM ISTFIFA Rankings: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে কুয়েতের সঙ্গে ড্র এবং অ্যাওয়ে ম্যাচে কাতারের কাছে হারের জন্যই ভারতীয় দল ফিফা র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে পড়ল। এশিয়ার দেশগুলির মধ্যে ভারত এখন রয়েছে ২২ নম্বরে। লেবানন, প্যালেস্তাইন, ভিয়েতনামের মতো দলগুলিও এখন ভারতের থেকে এগিয়ে রয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি