India vs South Africa, T20 World Cup 2024 Final: ভারত কতবার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠেছে? জিতেছে কোন কোন টুর্নামেন্ট এবং হেরেছে কোন কোন ফাইনালে, দেখে নিন যাবতীয় পরিসংখ্যান। সেই সঙ্গে ভারত শেষ ৫টি আইসিসি ইভেন্টের ফাইনালে কেমন খেলেছে, চোখ রাখুন সেই তথ্যেও।
1/7 ১৯৮৩ সালে ক্যাপ্টেন কপিল দেবের হাত ধরে ভারতীয় ক্রিকেটের যথার্থ উত্থান শুরু হয়। সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জেতে ভারত। সেই প্রথম কোনও আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। সেই থেকে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ভারত মোট ১৩টি আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠে। আগের ১২টি ফাইনালের মধ্যে ভারত জয় পায় ৫টিতে। ৭টি ফাইনালে হারের মুখ দেখতে হয় টিম ইন্ডিয়াকে। ছবি- বিসিসিআই।
2/7 ভারত ১৯৮৩, ২০০৩, ২০১১ ও ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। তারা চ্যাম্পিয়ন হয় ১৯৮৩ ও ২০১১ সালে। হেরে যায় ২০০৩ ও ২০২৩ সালে। ভারত ২০০৭, ২০১৪ ও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হলেও তারা হেরে যায় ২০১৪-র ফাইনালে। টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপের ফাইনালে ওঠে ২০০০, ২০০২, ২০১৩ ও ২০১৭ সালে। ২০০২-এ যুগ্ম চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৩ সালে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া। বাকি ২ বার তারা হেরে যায়। ২০২১ ও ২০২৩ সালে ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হার মানতে হয় ভারতকে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারত শেষ যে ৫টি আইসিসি ট্রফির ফাইনালে উঠেছে, হেরেছে সবগুলি। রোহিতরা এবার ছবিটা বদলাতে পারেন কিনা, সেটাই হবে দেখার। ছবি- এপি।
3/7 ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যায় শ্রীলঙ্কার কাছে। মীরপুরে প্রথমে ব্যাট করে ভারত ৪ উইকেটে ১৩০ রান তোলে। ৭৭ রান করেন বিরাট কোহলি। রোহিত শর্মা করেন ২৯ রান। শ্রীলঙ্কা জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৩৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫২ রান করেন কুমার সাঙ্গাকারা। ছবি- এএফপি।
4/7 ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পরাজিত হয় পাকিস্তানের কাছে। দ্য ওভালে শুরুতে ব্যাট করে পাকিস্তান ৪ উইকেটে ৩৩৮ রান তোলে। ১১৪ রান করেন ফখর জামান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৫৮ রানে অল-আউট হয়ে যায়। খাতা খুলতে পারেননি রোহিত শর্মা। বিরাট কোহলি আউট হন মাত্র ৫ রান করে। ছবি- গেটি।
5/7 ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। সাউদাম্পটনে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয় ২১৭ রানে। রোহিত ৩৪ ও কোহলি ৪৪ রান করেন। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ২৪৯ রান। দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় ১৭০ রানে। রোহিত ৩০ ও কোহলি ১৩ রান করেন। নিউজিল্যান্ড শেষ ইনিংসে ২ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে যায়। ছবি- গেটি।
6/7 ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে। দ্য ওভালে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৪৬৯ রান। ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। রোহিত ১৫ ও কোহলি ১৪ রান করেন। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। ভারত শেষ ইনিংসে ২৩৪ রানে অল-আউট হয়ে যায়। রোহিত ৪৩ ও কোহলি ৪৯ রান করেন। ছবি- গেটি।
7/7 ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। আমদাবাদে শুরুতে ব্যাট করে ভারত ২৪০ রানে অল-আউট হয়ে যায়। রোহিত ৪৭ ও কোহলি ৫৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২৪১ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৩৭ রান করেন ট্র্যাভিস হেড। এখন দেখার যে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত দীর্ঘদিনের ট্রফি খরা কাটাতে পারে কিনা। ছবি- গেটি।