India Population: অনুমান, ২০২২ সালের শেষে ভারতের জ... more
India Population: অনুমান, ২০২২ সালের শেষে ভারতের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪১.৭ কোটি। এদিকে চিনের জনসংখ্যা আনুমানিক ১৪১.২ কোটি। অর্থাত্, চিনের থেকেও ভারতের জনসংখ্যা এখন বেশি। এর পিছনে যেমন ভারতের জনসংখ্যার বৃদ্ধি দায়ী, একইভাবে চিনে জন্মহার হ্রাসও অনুঘটকের কাজ করেছে।
1/5জনসংখ্যার নিরিখে সম্ভবত চিনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। এক সাম্প্রতিক রিপোর্টে এমনই অনুমান বিশেষজ্ঞদের। ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে এক স্বাধীন পরিসংখ্যান সংস্থার এই রিপোর্ট তুলে ধরা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5সংস্থার অনুমান, ২০২২ সালের শেষে ভারতের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪১.৭ কোটি। এদিকে চিনের জনসংখ্যা আনুমানিক ১৪১.২ কোটি। অর্থাত্, চিনের থেকেও ভারতের জনসংখ্যা এখন বেশি। এর পিছনে যেমন ভারতের জনসংখ্যার বৃদ্ধি দায়ী, একইভাবে চিনে জন্মহার হ্রাসও অনুঘটকের কাজ করেছে। সেই ১৯৬০ সালের পর থেকে এই প্রথমবার চিনের জনসংখ্যা বৃদ্ধির বদলে হ্রাস পেয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
3/5গবেষণা সংস্থা ম্যাক্রোট্রেন্ডসের আরও এক আনুমানিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যা ১৪১.৮ কোটি। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যদিও সাম্প্রতিককালে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের অনুমান, আপাতত ২০৫০ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি অব্যাহতই থাকতে পারে। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5অন্যদিকে, জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, এক বছর আগের তুলনায় ২০২২ সালে চিনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। প্রায় ৮,৫০,০০০ কমেছে জনসংখ্যা। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5UN রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী জনসংখ্যার যে বৃদ্ধি হবে, তার অর্ধেকেরও বেশি আসবে মাত্র আটটি দেশ থেকে। সেগুলি হল, ভারত, পাকিস্তান, কঙ্গো, মিশর, ইথিওপিয়া, নাইজেরিয়া, ফিলিপাইন এবং তানজানিয়া। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)