পরামর্শদাতা সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির এক রিপোর্টে এমনই তথ্য এসেছে।
1/5২০৫০ সালের মধ্যে 'নেট জিরোর' লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু তার জন্য এখন থেকে কতটা ব্যায় করতে হবে ভারতকে? বিশেষজ্ঞদের মতে সংখ্যাটা নেহাত্ কম নয়। হিসাব বলছে, আগামী ৩০ বছরের জন্য বার্ষিক গড়ে ৬০০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হবে। যা কিনা দেশের জিডিপির ১১%। পরামর্শদাতা সংস্থা ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির এক রিপোর্টে এমনই তথ্য এসেছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Vijayanand Gupta/HT Photo)
2/5এই বিপুল অর্থের বেশির ভাগই ব্যবহার করা হবে পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা সম্প্রসারণে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার কমাতে এটাই একমাত্র উপায়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Vijayanand Gupta/HT Photo)
3/5২০৭০ সালের মধ্যে ভারত মোট নির্গমন শূন্য হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের নভেম্বরে গ্লাসগো জলবায়ু সম্মেলনে এমনটাই ঘোষণা করেছিলেন। আলোচ্য রিপোর্টে সেই সময়সীমাকে দুই দশক এগিয়ে নিয়ে আসা হয়েছে। ফাইল ছবি ; পিটিআই (Vijayanand Gupta/HT Photo)
4/5মোট নির্গমন শূন্যের অর্থ, মানব ক্রিয়াকলাপ দ্বারা গ্রিনহাউস গ্যাস উতপন্ন হওয়া সম্পূর্ণরূপে বন্ধ করা। বরং এই জাতীয় দূষক গ্যাস শোষণ করা হবে। ফাইল ছবি : পিটিআই (Vijayanand Gupta/HT Photo)
5/5উন্নয়নশীল দেশগুলোকে এই পরিবর্তনের জন্য অনেক বেশি খরচ করতে হবে। সাব-সাহারান আফ্রিকা এবং ভারতে অর্থনৈতিক উন্নয়ন এবং কার্বন এমিশন বন্ধের পরিকাঠামো নির্মাণে অনেক বেশি খরচ। উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় কমপক্ষে ১.৫ গুণ বেশি বিনিয়োগ করতে হবে। ফাইল ছবি : এপি/পিটিআই (Vijayanand Gupta/HT Photo)