IND vs ENG, T20 WC 2024: ইংরেজদের ৬৮ রানে হারিয়ে বড় নজির ভারতের, অল্পের জন্য ছোঁয়া হল না উইন্ডিজের ১২ বছর আগের রেকর্ড
Updated: 28 Jun 2024, 07:35 AM ISTIND vs ENG, 2nd biggest win by runs: ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে লজ্জায় মাথা নীচু করে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। সেই ক্ষততে যেন কিছুটা এবার প্রলেপ পড়ল। ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিয়ে, তাদের ১০৩ রানে অল আউট করে দেয় ভারত। জিতল ৬৮ রানে। সেই সঙ্গে গড়ল বড় নজির।
পরবর্তী ফটো গ্যালারি