IND vs ENG, 2nd biggest win by runs: ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে লজ্জায় মাথা নীচু করে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। সেই ক্ষততে যেন কিছুটা এবার প্রলেপ পড়ল। ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিয়ে, তাদের ১০৩ রানে অল আউট করে দেয় ভারত। জিতল ৬৮ রানে। সেই সঙ্গে গড়ল বড় নজির।
1/5 অস্ট্রেলিয়ার বদলা ওয়েস্ট ইন্ডিজে। দু'বছর আগের পুনরাবৃত্তি নয়। সুদে আসলে প্রতিশোধ নিলেন রোহিতর শর্মার ভারত। গায়ানায় ইংল্যান্ডকে দুরমুশ করে ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। বৃহস্পতিবার অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের কাছে আত্মসমর্পণ করেন ইংরেজ ব্যাটাররা। যার নিটফল, ৬৮ রানে হেরে টি২০ বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিল ইংল্যান্ড। দশ বছর পর ২০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত। এই নিয়ে মোট তিন বার। ছবি: পিটিআই
2/5 ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে লজ্জায় মাথা নীচু করে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। সেই ক্ষততে যেন কিছুটা এবার প্রলেপ পড়ল। ইংল্যান্ডকে ১৭২ রানের লক্ষ্য দিয়ে, তাদের ১০৩ রানে অল আউট করে দেয় ভারত। জিতল ৬৮ রানে। সেই সঙ্গে রানের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্বিতীয় বৃহত্তম জয় ছিনিয়ে নিলেন রোহিত শর্মারা। ছবি: পিটিআই
3/5 ২০ ওভারের বিশ্বকাপের নকআউট ম্যাচে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তারা কলম্বোতে ২০১২ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৭৪ রানে হারিয়েছিল। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে শ্রীালঙ্কা। তারা আবার লন্ডনে ২০০৯ সালের সেমিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫৭ রানে পারজিত করেছিল। ছবি: পিটিআই
4/5 বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের সেমিতে রোহিতের হাফসেঞ্চুরির হাত ধরে অক্সিজেন পায় টিম ইন্ডিয়া। রোহিত ৩৯ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া এদিন ৩৬ বলে ৪৭ করেছেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। শেষ পাতে ৯ বলে অপরাজিত ১৭ রান করেন রবীন্দ্র জাদেজা এবং ৬ বলে ১০ করেন অক্ষর প্যাটেল। যা ভারতকে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানে পৌঁছতে সাহায্য করে। ছবি: এপি
5/5 সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ১০৩ রানে গুটিয়ে যায়। হ্যারি ব্রুকের ১৯ বলে ২৫, বাটলারের ১৫ বলে ২৩, জোফ্রা আর্চারের ১৫ বলে ২১, লিয়াম লিভিংস্টোনের ১৬ বলে ১১- এই হল ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরের স্কোর। বাকিরা তো এক অঙ্কেই গড়াগড়ি খেয়েছেন। আর ভারত ৬৮ রানে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে। ছবি: এপি