India Helps Countries in Food Crisis: গত মাসে, খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ভারত গমের প্রধান রপ্তানিকারক নয়। তবে 'খাদ্য সংকটের সম্মুখীন বন্ধু দেশগুলিকে' সাধ্য মতো সরবরাহ করবে। সেই মতোই বাংলাদেশ-সহ ১২টি দেশে ১৮ লক্ষ টন গম পাঠালো ভারত।
1/5গত ১৩ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। তবে কোনও দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে ব্যাতিক্রম করা হবে বলে জানিয়েছিল কেন্দ্র। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
2/5সেই মতই, খাদ্য সংকটে থাকা দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। এক সিনিয়র কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানালেন, নিষেধাজ্ঞা জারির পর থেকে এমন দেশগুলিতে প্রায় ১৮ লক্ষ টন গম রফতানি করেছে ভারত। ফাইল ছবি : পিটিআই (Reuters)
3/5ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট। এমন পরিস্থিতিতে ১২টিরও বেশি দেশ ভারতের থেকে গমের জন্য অনুরোধ করেছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Reuters)
4/5কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে বলেন, 'বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী এবং আফগানিস্তানের মতো দেশে গম রফতানি করেছে ভারত। শর্ত ছিল একটাই, এই গম তাদের অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা মেটানোর জন্য ব্যবহৃত হবে। এটা দিয়ে পাল্টা অন্য দেশে রফতানি করা যাবে না।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/5গত মাসে, খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ভারত গমের প্রধান রপ্তানিকারক নয়। তবে 'খাদ্য সংকটের সম্মুখীন বন্ধু দেশগুলিকে' সাধ্য মতো সরবরাহ করবে। ফাইল ছবি; পিটিআই (Reuters)