IND vs SL ODI series: মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হতে চলেছে। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও একদিনের সিরিজে ভারতকে একাধিক ভুল শুধরে নিতে হবে। যে একদিনের সিরিজ চলতি বছর শেষের দিকে ৫০ ওভারের বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোন কোন বিষয় শুধরে নিতে হবে, তা দেখে নিন -
1/3বোলিংয়ে নিয়ন্ত্রণ: সিরিজ জিতলেও বোলিংয়ে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে ভারতীয়দের। টি-টোয়েন্টি সিরিজে (বিশেষত দ্বিতীয় ম্যাচে) ভারতীয় বোলাররা অতিরিক্ত হিসেবে যে রান খরচ করেছেন, তা একদিনের সিরিজে শুধরে নিতে হবে। তবে একদিনের সিরিজে একাধিক নতুন বোলার খেলবেন। তাঁদেরও সেই বিষয়টি বিশেষভাবে নজর দিতে হবে। কারণ সামনেই ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ আছে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
2/3টপ-অর্ডারের ব্যাটারদের ছন্দ: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের টপ-অর্ডার ব্যাটাররা সেভাবে ছন্দে ছিলেন না। প্রথম ম্যাচে ইশান কিষান ২৯ বলে ৩৭ রান করেছিলেন। তৃতীয় ম্যাচে ১৬ বলে রাহুল ত্রিপাঠী করেন ৩১ রান। অন্যদিকে ৩৬ বলে ৪৬ রান করেন শুভমন গিল। একমাত্র রাহুলের ওই ইনিংসটা ছাড়া কেউই ছন্দ পাননি। যা টি-টোয়েন্টি সিরিজে ভারতকে চাপে ফেলে দিয়েছিল। সূর্যকুমার কুমার, অক্ষর প্যাটেলরা বাঁচালেও তাঁরা তো প্রতি ম্যাচে রক্ষাকর্তা হতে পারবেন না। সেইসঙ্গে স্ট্রাইক রেটের দিকে নজর দিতে হবে ভারতের টপ-অর্ডারকে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/3শানাকার মারকুটে ব্যাটিংয়ের ওষুধ খুঁজে বের করা: শ্রীলঙ্কার ব্যাটাররা যে আক্রমণাত্মকভাবে খেলার চেষ্টা করবেন, তা বুঝিয়ে দিয়েছেন। বিশেষত অধিনায়ক দাসুন শানাকার উত্তর খুঁজে পেতে হবে ভারতকে। তাঁদের সামলানোর মতো পরিকল্পনা তৈরি করতে হবে রোহিত শর্মাদের। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)