বাংলা নিউজ >
ছবিঘর >
India vs Australia 2020: পয়া মেলবোর্নেই ‘ক্রাইসিস ম্যান’-র প্রত্যাবর্তন, ১৪ মাস পরে টেস্টে কাটল শতরান খরা
India vs Australia 2020: পয়া মেলবোর্নেই ‘ক্রাইসিস ম্যান’-র প্রত্যাবর্তন, ১৪ মাস পরে টেস্টে কাটল শতরান খরা
Updated: 27 Dec 2020, 12:22 PM IST
লেখক Ayan Das
দীর্ঘ ১৪ মাস শতরান করেননি। তেমন ফর্মেও ছিলেন না। কিন্তু অধিনায়কত্বের ব্যাটন হাতে পেয়েই একেবারে ট্রেডমার্ক ভঙ্গিমায় ফর্মে ফিরলেন ‘ক্রাইসিস ম্যান’ অজিঙ্কা রাহানে। পয়া মেলবোর্নে শতরান পূরণ করলেন। শুধু তাই নয়, কঠিন পিচে দলকে টেনে নিয়ে যাচ্ছেন। দেখে নিন টেস্টে শতরান সংক্রান্ত রাহানের কয়েকটি পরিসংখ্যান -
1/8 নবম ইনিংসের মাথায় আবারও শতরান করলেন অজিঙ্কা রাহানে। (ছবি সৌজন্য পিটিআই)
2/8 ২০১৯ সালে অক্টোবরে রাঁচির মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন। অর্থাৎ ১৪ মাস পর আবারও শতরান করলেন তিনি। (ছবি সৌজন্য পিটিআই)
3/8 এটি রাহানের টেস্ট কেরিয়ারের ১২ তম শতরান। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
4/8 এটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় শতরান রাহানের। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
5/8 এর আগে, ২০১৪ সালে পয়া মেলবোর্নেই বক্সিং ডে টেস্টে দুরন্ত শতরান করেছিলেন রাহানে। ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
6/8 ২১ সাল পরে মেলবোর্নে আবারও টেস্টে শতরান করলেন কোনও ভারতীয় অধিনায়ক। শেষবার তা করেছিলেন সচিন তেন্ডুলকর। (ছবি সৌজন্য পিটিআই)
7/8 দ্বিতীয়বার মেলবোর্নের বোর্ডে নাম উঠল রাহানের। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
8/8 পয়া মেলবোর্নেই ‘ক্রাইসিস ম্যান’-র প্রত্যাবর্তন, ১৪ মাস পরে টেস্টে কাটল শতরান খরা
অন্য গ্যালারিগুলি