জয়ের জন্য চতুর্থ ইনিংসে ভারতের সামনে ৪০৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য পঞ্চম দিনে অজিঙ্কা রাহানে বাহিনীকে ৩০৯ রান তুলতে হবে। যদিও সেই জয়ের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাও একনজরে জেনে নিন সিডনিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর কত -
1/4সিডনিতে এখনও পর্যন্ত চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১১ রান করেছে ইংল্যান্ড। যা হয়েছিল ১৯২৪ সালে। তা সত্ত্বেও হারতে হয়েছিল ইংল্যান্ডকে। অর্থাৎ জয়ের জন্য ভারতকে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/4২০০৪ সালে চতুর্থ ইনিংসে ভারতের বিরুদ্ধে ৩৫৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ড্র হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (AP)
3/4চতুর্থ ইনিংসে সিডনিতে সবথেকে বেশি রান তাড়া করে জয়ের নজির আছে অস্ট্রেলিয়ার দখলে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮৮ রান তুলেছিলেন অজিরা। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
4/4এখনও পর্যন্ত সিডনিতে চতুর্থ ইনিংসে ভারতের সর্বোচ্চ রান সাত উইকেটে ২৫২ রান। ২০১৫ সালের সেই ম্যাচ ড্র হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @BCCI)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.