India vs England 1st ODI Live- ৬৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে জিতল ভারত, সিরিজে ১-০ এগিয়ে গেল
Updated: 06 Feb 2025, 12:34 PM IST Moinak Mitra৬৮ বল বাকি থাকতেই প্রথম ওডিআই ম্যাচ জিতে নিল ভারত। চার উইকেটে জয় ভারতের। রবিবার কটকের বারবতি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১-০ এগোল ভারত।
জো রুটকে জাদেজা ১৯ রানে ফেরানোর পর উইকেটে রয়েছেন বাটলার এবং জেকব বেথেল। অর্ধশতরানের দিকে এগোচ্ছেন বাটলার। ২৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৫৩। এই ওভারেই ইংল্যান্ড ১৫০ রানের গণ্ডি টপকালো। রান রেট সাড়ে পাঁচের একটু কম। হাতে উইকেট রাখতে হবে ইংল্যান্ডকে, বড় রানে পৌঁছাতে গেলে। এরপর একজনই ব্যাটার বাকি আছেন লিয়াম লিভিংস্টোন। ৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৬২-৪। ছবি- এপি
(AP) পরবর্তী ফটো গ্যালারি