বাংলা নিউজ > ছবিঘর > Indian Army Soldier Death: ছুটিতে ছিলেন, ‘মাথায় বন্দুক ঠেকিয়ে’ মণিপুরে জওয়ানকে অপহরণ, পরে উদ্ধার দেহ

Indian Army Soldier Death: ছুটিতে ছিলেন, ‘মাথায় বন্দুক ঠেকিয়ে’ মণিপুরে জওয়ানকে অপহরণ, পরে উদ্ধার দেহ

মণিপুরে ভারতীয় সেনার এক জওয়ানের মৃত্যু হল। রিপোর্ট অনুযায়ী, ছুটিতে ছিলেন ওই জওয়ান। সেইসময় তাঁকে বাড়ি থেকে অপহরণ করা হয়। মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে কয়েকজন। অনেকক্ষণ নিখোঁজ থাকার পর রবিবার সকালে তাঁদ মৃতদেহ উদ্ধার করা হয়।