ভি ভি এস লক্ষণ সর্বপল্লি রাধাকৃষ্ণন-এর বংশধর! কাইফ নাকি কেরিয়ারের শুরুতে এই কলকাতাতেই থাকতেন! সহবাগ নাকি ভীষণ দুধ থেকে ভালোবাসেন! সতীর্থদের এমন অনেক রহস্যই ফাঁস করলেন দাদা। দাদাগিরির মঞ্চে চলল নাচ-গান আর জমাটি আড্ডা।
1/11দাদাগিরির শ্যুটিং সেট না ক্রিকেটের ২২ গজ! ব্যাটস্যান, বোলার থেকে ক্যাপ্টেন--সবাই হাজির একফ্রেমে।সৌরভ গাঙ্গুলি দাদাগিরির স্পেশ্যাল এপিসোডে হাজির হয়েছিলেন ভি ভি এস লক্ষ্মন,বীরেন্দ্র সহবাগ, মোহাম্মদ কাইফ,জাহির খান, আর অশ্বিন,হরভজন সিং-এর মতো ক্রিকেট তারকারা।
2/11'দাদা তোমাকে সেলাম'-এর বিশেষ এপিসোডে সামিল হতেই শহরে এসেছিলেন এঁরা! দাদাগিরির মঞ্চ এদিন বদলে গিয়েছিল ক্রিকেট মাঠের ড্রেসিং রুমে। নিজেদের মধ্যে খুনসুটি,লেগপুলিং করেই গেলেন হরভজন, কাইফরা।এতদিন পর দাদার সঙ্গে সবার দেখা,সকলেই খুব নস্ট্যালজিক।স্মৃতিমেদুর।
3/11এদিনের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দিও। তাঁর 'বোলো তারা রারা'-র তালে পা মেলালেন হরভজন-জাহিররা।
5/11এদিন নাচের মুডেই ধরা দিলেন হরভজন, কখনও জাহির তো কখনও দাদার সঙ্গে কোমর দোলালেন ভাজ্জি
6/11সুরের মু্র্ছনায় মুগ্ধ করলেন নোবেলও
7/11সৌরভ ওঁদের সবার ক্যাপ্টেন।সবার কেরিয়ারে দাদার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সহবাগ,হরভজনরা তা মঞ্চে দাড়িঁয়ে স্বীকার করে নিলেন।হরভজন বললেন 'দাদা না থাকলে আমি আজ এই জায়গায় থাকতাম না'
8/11পাঞ্জাব কানেকশন...একফ্রেমে লেন্সবন্দী দালের মেহেন্দি ও হরভজন
9/11নিয়ম মেনেই এদিন খেলা শুরু করলেন দাদা।সঙ্গে দুনিয়া কাঁপানো ছয় ক্রিকেটার।তাঁদের প্রশ্ন করতে হাজির ছিলেন বাংলা সেলেবরা। পৌঁছেছিলেন অভিনেতা বিশ্বনাথ,ভাস্কর,অভিনেত্রী রিমঝিম,সুদীপ্তা,রশ্মিরা।
10/11খেলার ফাঁকে দাদা ফাঁস করলেন কত না-জানা রহস্য। জানালেন ভি ভি এস লক্ষণ সর্বপল্লি রাধাকৃষ্ণন-এর বংশধর! কাইফ নাকি কেরিয়ারের শুরুতে এই কলকাতাতেই থাকতেন! সহবাগ নাকি ভীষণ দুধ থেকে ভালোবাসেন!
11/11খুনসুটি,গান-বাজনা সঙ্গে জমাটি খেলায় মাতোয়ারা দাদাগিরি মঞ্চ। আগামী ১২ জানুয়ারি জি বাংলায় সম্প্রচারিত হবে এই এপিসোড। বাকিটা তোলা রইল পর্দার জন্য।