Indian Flag Code Amendment: কেন্দ্রীয় সরকার দেশের পতাকা বিধি পরিবর্তন করেছে। এর ফলে এখন দিন ও রাতে তেরঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হবে। এছাড়াও এখন পলিয়েস্টার ও মেশিনের তৈরি জাতীয় পতাকাও ব্যবহার করা যাবে।
1/3'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অধীনে সরকার ১৩ থেকে ১৫ অগস্ট 'হর ঘর তেরঙা' কর্মসূচি চালু করতে চলেছে। এর পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি সামনে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগের সচিবদের কাছে একটি চিঠিতে বলেছেন যে ভারতীয় জাতীয় পতাকার প্রদর্শন, উত্তোলন এবং ব্যবহার ভারতীয় পতাকা বিধি-২০০২ এবং জাতীয় গর্বের অপমান প্রতিরোধ আইন, ১৯৭১-এর অধীনে আসে।
2/3চিঠি অনুসারে, ২০২২ সালের ২০ জুলাই তারিখের একটি আদেশের মাধ্যমে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া-২০০২ সংশোধন করা হয়েছে। এখন ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া-২০০২-এর পার্ট-২ এর প্যারা ২.২-এর ধারা (১১) এখন পড়া হবে - ' যেখানে পতাকাটি খোলা অবস্থায় প্রদর্শিত হয় বা নাগরিকের বাড়িতে প্রদর্শিত হয়, সেখানে এটি দিন ও রাতে ওড়ানো যেতে পারে।’
3/3এর আগে শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তেরঙ্গা উত্তোলনের অনুমতি ছিল। একইভাবে, ফ্ল্যাগ কোডের আরেকটি বিধান সংশোধন করে বলা হয়েছে, ‘জাতীয় পতাকা হাতে কাটা এবং হাতে বোনা বা মেশিনে তৈরি করা হবে। এটি তুলো/পলিয়েস্টার/উল/রেশম খাদি দিয়ে তৈরি হবে।’ এর আগে মেশিনে তৈরি ও পলিয়েস্টারের তৈরি জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি ছিল না।