2/5সায়ালি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে বিয়ের একটি রিল শেয়ার করেছেন, যাতে তাকে গাঁটছড়া বাঁধতে দেখা গিয়েছে। খাঁটি মহারাষ্ট্রীয় রীতি মেনে বিয়ে হয় দু'জনের। ২০২১-র শেষেই হয়েছিল বাগদান।
3/5সায়লির বিয়েতে তাঁর ‘ইন্ডিয়ান আইডল’র বন্ধুরা!
4/5একসাথেই গায়ে হলুদ হয়েছিল সায়লি আর ধাওয়ালের। লাল সুতোর কাজ করা হলুদ লেহেঙ্গা পরেছেন সায়লি। আর ধাওয়াল পরেছিল সাদা পঞ্জাবির সাথে হলুদ চোস্ত। গলায় হলুদ ওড়না।
5/5এটা ছিল সায়লি আর ধাওয়ালের সংগীতের সাজ। ‘ইন্ডিয়ান আইডল’ শেষ হতেই একসাথে ছবি শেয়ার করে প্রেমের খবরের আভাস দিয়ে যান সায়লি। জানা গিয়েছে, সায়লির হবু বর ভারত সরকারের হয়ে কাজ করেন।