Indian Navy: এই প্রথম নৌবাহিনীতে নারীদের 'নাবিক' বা সেলর হিসেবে নিয়োগ হবে। অপারেশনাল প্রয়োজনীয়তা অনুসারে তাঁদের বিভিন্ন যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে।
1/7অগ্নিবীরের অধীনে নৌবাহিনীতে নিয়োগ। আর মোট নিয়োগের ২০%-ই হবেন মহিলা প্রার্থী। সংবাদ সংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন নৌসেনার আধিকারিকরা। তাঁরা জানান, কঠিন পরীক্ষার পর নিয়োগ পাবেন এই অগ্নিবীররা। তাঁদের দেশের সামুদ্রিক প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে। প্রতীকী ছবি: এএনআই (PTI)
2/7গত ১ জুলাই, ভারতীয় সেনাবাহিনী অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগ শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ১৪ জুন অগ্নিপথ প্রকল্প চালু করেছিলেন। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/7৪ জুলাইয়ের মধ্যেই দেশজুড়ে প্রায় ১০,০০০ মহিলা প্রার্থী অগ্নিপথ স্কিমের অধীনে আবেদন করেছেন। ফাইল ছবি : এএনআই (PTI)
4/7ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইটে অনুযায়ী, অর্ডন্যান্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড নেভাল এয়ার মেকানিক্স, কমিউনিকেশনস (অপস) এবং কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার), এবং গানারি ওয়েপনস এবং সেন্সর নিয়ন্ত্রকের ভূমিকায় নিয়োগ দেওয়া হবে অগ্নিবীরাঙ্গনাদের। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/7এই প্রথম নৌবাহিনীতে নারীদের 'নাবিক' বা সেলর হিসেবে নিয়োগ হবে। অপারেশনাল প্রয়োজনীয়তা অনুসারে তাঁদের বিভিন্ন যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে। (ছবি সৌজন্য পিটিআই) (PTI)
6/7তবে অফিসার পদে দেশের বিভিন্ন যুদ্ধজাহাজে ইতিমধ্যেই প্রায় ৩০ জন মহিলা রয়েছেন। ফাইল ছবি : পিটিআই (PTI)
7/7অন্যদিকে বিমান বাহিনীতে অগ্নিবীর নিয়োগ চলছে। ইতিমধ্যেই ২.৭ লক্ষেরও বেশি সম্ভাব্য অগ্নিবীর আবেদন করেছেন। ফাইল ছবি : পিটিআই (PTI)