বাংলা নিউজ >
ছবিঘর >
Indian Rail station that looks like Airport: এয়ারপোর্ট না রেল স্টেশন! এই ছবিগুলি দেখলে বিশ্বাস করতে পারবেন না
Indian Rail station that looks like Airport: এয়ারপোর্ট না রেল স্টেশন! এই ছবিগুলি দেখলে বিশ্বাস করতে পারবেন না
Updated: 17 Jul 2022, 01:40 PM IST
লেখক Sritama Mitra
স্টেশনে ঢোকার মুখ থেকেই অবাক হতে হবে আপনাকে। স্থান...
more
স্টেশনে ঢোকার মুখ থেকেই অবাক হতে হবে আপনাকে। স্থানীয় সংস্কৃতির ছোঁয়া আর আধুনিকতার মেলবন্ধনে সেজে উঠেছে এই রেলস্টেশন। রয়েছে মনমুগ্ধকর কারুকৃতীর সম্ভার।
1/5‘এয়ারপোর্ট য্যায়সা স্টেশন’ ট্যাগলাইনে এই রেলস্টেশনের ছবি পোস্ট করেছে ভারতীয় রেল। তাক লাগাতেই পারে! কারণ, রেল স্টেশনের ছবি দেখে মনে হতে পারে যে এ কোনও বিমানবন্দর থেকে কম নয়!
2/5এই ছবি মধ্যপ্রদেশের জব্বলপুর রেলস্টেশনের। নতুন করে সাজানো হয়েছে জব্বলপুর রেলস্টেশনকে। আর তারই ছবি তাক লাগাচ্ছে অনেককে।
3/5স্টেশনে ঢোকার মুখ থেকেই অবাক হতে হবে আপনাকে। স্থানীয় সংস্কৃতির ছোঁয়া আর আধুনিকতার মেলবন্ধনে সেজে উঠেছে এই রেলস্টেশন। রয়েছে মনমুগ্ধকর কারুকৃতীর সম্ভার।
4/5স্টশনের বাইরের গাড়ি পার্কিংয়ের জায়গাও কার্যত নজর কাড়তে শুরু করে দিয়েছে। সেই জায়গা থেকে এমন ছবি দেখে সহজে বিশ্বাস করতে পারা যাবে না এ কোনও রেলস্টেশনের ছবি।
5/5একেবারে যেন বিমানবন্দরের মতো আয়োজন। খাবারের জায়গা থেকে স্টেশনের বাইরের চত্বর, সর্বত্রই তাক লাগাচ্ছে ছবি।